Budhaditya Rajyog: বুধাদিত্য রাজযোগের প্রভাবে উন্নতিই উন্নতি! শুভ সংযোগে বাড়বে আয়, নতুন চাকরির অফার
Astro Tips: কোনও কোনও রাশির নতুন চাকরি পাকা হতে পারে। পদোন্নতির সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতকরা।

কলকাতা: জ্যোতিষশাস্ত্র মতে এই সপ্তাহে বুধাদিত্য রাজযোগের প্রভাবে একাধিক রাশির উন্নতি হবে। একাধিক উৎস থেকে আয় বাড়তে পারে। এই সপ্তাহে অর্থ প্রদানকারী গুরু আদিত্য যোগের শুভ সংযোগ তৈরি হচ্ছে বলেই জানা যাচ্ছে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে। মিথুন রাশিতে সূর্য ও বৃহস্পতির সংযোগের ফলে এই যোগ তৈরি হয়েছে। যার প্রভাবে কর্কট, বৃশ্চিক-সহ ৫ রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। আয় তো হবেই, এরই পাশাপাশি চাকরিতেও বড়সড় সাফল্য অর্জন করতে পারেন। কোন রাশির কেমন কাটবে?
বিশেষজ্ঞদেরভ মতে, এই যোগে কোনও কোনও রাশির নতুন চাকরি পাকা হতে পারে। পদোন্নতির সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতকরা। মোটের ওপর মাসের শেষ সপ্তাহটি বেশ কিছু রাশির পেশাগত জীবনের জন্য উন্নতিতে ভরপুর থাকতে চলেছে।
কর্কট রাশি- এ সপ্তাহে কর্কট রাশির জাতকদের লাভ হবে। কাজ করার প্রক্রিয়া, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গীর দ্বারা এই সপ্তাহ প্রভাবিত হবে। মার্কেটিং, মিডিয়া, পড়াশোনার সঙ্গে জড়িত জাতকরা বিশেষ সুযোগ পেতে পারেন। কোনও মহিলা সহকর্মী বা গ্রাহক আপনাকে সাহায্য করতে পারেন। ব্যবসায় স্থায়ীত্ব বজায় থাকবে। তবে আয়ে অসাম্য থাকবে। এ সপ্তাহে অধিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে। লগ্নির আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন।
কন্যা রাশি- কন্যা রাশির জাতকদের এই সপ্তাহটি লাভ ও উন্নতিতে ভরপুর। কর্মক্ষেত্রে নিজের চিন্তাভাবনার প্রভাব স্পষ্ট দেখা দেবে। ধীরে ধীরে কাজ অগ্রসর হবে ও সিদ্ধান্ত গ্রহণে সময় লাগবে। ব্যবসায়ীরা পুরনো ক্লায়েন্টের সঙ্গে পুনরায় যোগাযোগ করবেন। কোনও বড়সড় লগ্নির চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। তবে দলিলপত্র ভালোভাবে যাচাই করে নিন। আর্থিক জীবনে সতর্ক থাকতে হবে।
বৃশ্চিক রাশি- আর্থিক কৌশল পরিবর্তন করতে হবে। লগ্নির জন্য় সময় অনুকূল। মার্কেটিং, কাউন্সিলিং বা সেবা ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকরা লাভ অর্জন করতে পারেন। আর্থিক দিক দিয়ে সহকর্মীদের সহযোগিতা ও পরামর্শ অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে।
মকর রাশি- মকর রাশির জাতকরা এই সপ্তাহে মিশ্র ফলাফল পাবেন। পরিশ্রম ও নেতৃত্বের পরীক্ষা হবে এ সপ্তাহে এবং এতে সাফল্য লাভ করতে পারবেন। বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবসা পরিচালনা করলে তাতে লাভ হবে। নেটওয়ার্কিং স্কিলের মাধ্যমে এ সপ্তাহে নতুন প্রকল্প পেতে পারেন। আর্থিক দিক দিয়ে সময় অনুকূল। স্বাস্থ্য বা নির্মাণ ক্ষেত্রে লগ্নি করলে লাভ অর্জন করবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















