Daily Horoscope: গাড়ি-বাইক চালাতে সতর্ক থাকবেন কারা? বিনিয়োগে লাভ নাকি ক্ষতি?
Horoscope Today: কেমন কাটবে আজকের দিন ? কী বলছে আজকের রাশিফল?

কলকাতা : কেমন কাটবে আজকের দিন ? কী বলছে আজকের রাশিফল?
মেষ: যাঁরা সন্তানসম্ভবা, তাঁরা নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। বড়সড় কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেন না। খরচে লাগাম না পরালে পরিবারের সদস্যরা রুষ্ট হতে পারেন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। দায়িত্ব বাড়তে পারে। আজ তেমন একটা বিশ্রাম হবে না।
বৃষ : আপনার কোনও হবির জন্য এইদিনটি ভাল যাবে। বাড়িঘরে বেশ কিছু বদল করতে পারেন। প্রেমের সম্পর্কে নতুন মোড়। কর্মক্ষেত্রে যে যে কাজ করছেন, তা পরে আপনাকে লাভ দেবে। প্রতিযোগিতামূলক স্বভাব জিততে সাহায্য করবে। পরিবারের কোনো সদস্যকে নিয়ে চিন্তা।
মিথুন : কারও পরামর্শে কোনও সমস্যার সমাধান পেতে পারেন। কারও কথা শুনে বিনিয়োগ করলে ক্ষতির আশঙ্কা রয়েছে। কোনও চিঠির কারণে পরিবারে খুশির হাওয়া আসতে পারে। হঠাৎ করে কাওকে কোনও কথা দেবেন না। নিজের শরীর ভাল রাখতে ঠিকমতো ঘুমোন।
কর্কট : ঠিক কাজ এবং পরিকল্পনা থাকলে কোনও চাপই চাপ মনে হবে না। আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। আত্মীয়দের সঙ্গে দেখা করতে যেতে পারেন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর চেষ্টা করেন। কোনও ইন্টারভিউয়ের ন্য প্রস্তুতি নিতে পারেন। হঠাৎ করে ভ্রমণের জন্য চাপ হতে পারে। সঙ্গীর থেকে আঘাত পেতে পারেন।
সিংহ : দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন। আরও কিছুটা ধৈর্য রাখুন, সাফল্য আসবেই। আজ বিনিয়োগর ভাল দিন নয়। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। সঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, ভবিষ্যতে ভুগতে হতে পারে।
কন্যা : আজ আধ্যাত্মিক দিকে মনোযোগ দিতে পারে। আজ ব্যবসায়ীদের জন্য ভাল দিন। ধার দিয়ে থাকলে তা ফেরত পেতে পারেন। কাউকে দেখে ভাল কিছু শিখতে পারেন। সঙ্কটের সময় পরিবারের সাহায্য পাবেন। এদিন প্রেমের সম্পর্কে টানাপড়েন হতে পারে। কেউ ভুল তথ্য দিয়ে ক্ষতি করতে পারে। সেদিকে সতর্ক নজর রাখুন।
তুলা: রক্তচাপজনিত নানা সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁরা নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কোনও সংগঠনের সঙ্গে থেকে কাজ করার সম্ভাবনা রয়েছে আজ। বিতর্কিত বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করুন। সাহসী পদক্ষেপ করলে লাভ মিলতে পারে। কোনও কিছুর সিদ্ধান্ত নিয়ে সঙ্গীর সঙ্গে মতান্তর হতে পারে।
বৃশ্চিক: কল্পনার উপর দাঁড়িয়ে কোনও পরিকল্পনা করবেন না। আর্থিক দিক থেকে উন্নতি ঋণ মেটাতে ও খরচ সামলাতে সাহায্য করবে। সন্তানদের কোনো ব্যপারে ধৈর্য ধরুন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। দেশে-বিদেশে পেশাগত যোগাযোগ তৈরির জন্য এই সময়টা খুবই ভাল। বেশ কিছু দিকে এখনই গভীর মনোযোগ দেওয়া প্রয়োজন। বিবাহিত দম্পতিরা তাঁদের জীবনে খুব ভাল কিছুর প্রত্যাশা করতে পারেন।
ধনু: নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত চিন্তা ও উদ্বেগ আপনার স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সবদিক ঠিকমতো ভেবে বিনিয়োগ করলে ভাল লাভের মুখ দেখতে পাবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। আপনার ব্যবহারের জন্য অচেনা লোকও আপনাকে পছন্দ করবে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। শেষ মুহূর্তের কোনও সিদ্ধান্তের জন্য ঘুরতে যাওযা বাতিল হতে পারে।
মকর: মনে জমে থাকা রাগ দূরে সরান। আর্থিক টানাপড়েনের সামনে পড়তে পারেন। যাঁরা আপনার থেকে অনেক বেশি আশা রাখেন তাঁদের প্রয়োজনে না বলতে শিখুন। পারিবারিক চাপ বাড়তে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে কারও থেকে প্রভাবিত হবেন না। বৈবাহিক জীবন ভাল কাটবে। পুরনো কোনও কথা তুলবেন না।
কুম্ভ: আপনার ব্যবহার অন্য ব্যক্তিদের আকৃষ্ট করবে। দিনের শেষে আর্থিকভাবে ভাল খবর মিলতে পারে। সঙ্গী কথা না রাখতে পারলে তাঁর উপর রাগ করে থাকবেন না। আপনার আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে। স্বাস্থ্য়ের দিকে নজর রাখুন, নয়তো সমস্যা বাড়তে পারে। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে কথা বলুন।
মীন: সামনেই ভাল সময় আসছে। ব্যাঙ্ক সংক্রান্ত নথি খুব সাবধানে রাখুন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। আধ্যাত্মিক কোনও সংগঠনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
আরও পড়ুন: টেনশন সরিয়ে কাজে মনোযোগ প্রয়োজন মেষ রাশির, কেমন কাটবে আপনার সপ্তাহ?




















