Kalker Rashifal: মেষ থেকে কন্যা, আগস্টের প্রথম দিন বিশেষ যোগে কারা পাবেন সুখবর?
Daily Horoscope: বৃহস্পতিবার কেমন যাবে আপনার দিন? মেষ থেকে কন্যা রাশির জাতকদের জন্য কী অপেক্ষা করছে?
![Kalker Rashifal: মেষ থেকে কন্যা, আগস্টের প্রথম দিন বিশেষ যোগে কারা পাবেন সুখবর? horoscope tomorrow ajker rashiphal 1 august daily horoscope aries taurus gemini cancer leo virgo shani effect Kalker Rashifal: মেষ থেকে কন্যা, আগস্টের প্রথম দিন বিশেষ যোগে কারা পাবেন সুখবর?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/31/f55915026ca4cdb86d9c2d019da372181722425308490385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রাশিফল অনুসারে, আগামীকাল অর্থাৎ ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল ভাগ্যের নক্ষত্রগুলি কী নিয়ে আসছে? জেনে নিন আপনার আগামীকালের রাশিফল
মেষ - কালকের রাশিফল (Mesh Rashi)
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল দিনটি ভাল যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ আবার শুরু করতে পারেন। কাজের জন্য় কোথাও ঘুরতে যেতে হতে পারে। গাড়ির পিছনে অতিরিক্ত খরচ করবেন না। অতিরিক্ত খরচের কারণে চিন্তায় পড়তে পারেন।
বৃষ - কালকের রাশিফল (Brisha Rashi)
এদিন একটু সমস্যায় পড়তে হতে পারে। কোনওকারণে উদ্বেগ বাড়তে পারে। একসঙ্গে অনেকগুলি কাজ করতে হতে পারে। যাঁরা কাজ খুঁজছেন, তাঁরা ভাল খবর পেতে পারেন। বাড়ি কেনার থাকলে খোঁজ মিলতে পারে। বাড়ির কারও কথায় আপনার খারাপ লাগতে পারে।
মিথুন - কালকের রাশিফল (Mithun Rashi)
এতদিন মিথুন রাশির জাতকদের জন্য ইতিবাচক ফল আসতে পারে। আপনার কোনও জিনিস হারিয়ে গেলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোনও আইনি বিষয় আপনার জন্য মাথাব্যথা হয়ে উঠতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনি অংশীদারিত্বে কোনও কাজ শুরু করতে পারেন। পরিবারের সদস্যদের মধ্যে চলমান মতবিরোধ মেটানোর চেষ্টা করতে হবে।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi)
এদিনটি কর্কট রাশির জাতকরা জন্য বিভিন্নভাবে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। যদি কোনও নতুন কাজ শুরু করার জন্য ঋণ নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে সেটা পেতে সমস্যা হতে পারে পড়বেন। আপনার কোনও কথায় বাড়ির লোক আপনার উপর রাগতে পারে। কাজের জায়গায়, নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিরোধীদের সহজেই পরাস্ত করতে পারবেন।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi)
অর্থ সংক্রান্ত বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতিবার শুভ দিন। কোনও সম্পত্তিতে ভাল বিনিয়োগ করার কথা ভাবতে পারেন। কোনও বিবাদ চললে সেটিপ সমাধান হতে পারে। বাড়ির লোকেদের সঙ্গেও কোথাও বেড়াতে যেতে পারেন। সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা নতুন পরিচয় পেতে পারেনন এবং তাঁদের কিছু পুরস্কার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। উন্নতির পথে আসা বাধাগুলি দূর করার চেষ্টা করতে হবে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi)
কন্যা রাশির জাতকদের জন্য এই দিনটি বিশেষ চিন্তার হতে পারে। যদি কাজের পরিকল্পনা করে থাকেন তাহলে তা আপনার জন্য় ভাল হবে, এদিন পরিকল্পনা করেই এগোন। ব্যবসায় আপনার কর্মীরা আপনার কাজে আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে। কোনও সম্পত্তি সংক্রান্ত বিবাদ চললে সেটা মিটে যাবে। আপনার কোনও বন্ধু কোনও বিষয়ে আপনার ওপর রাগতে পারেন। পারিবারিক ব্যবসায় আপনাকে আপনার স্ত্রীর পরামর্শ নিতে হতে পারে।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন: শনি-সূর্যর বিরল যোগ! এই মাসেই ৩ রাশির কপালে উপচে পড়বে টাকা, মুঠোয় বিপুল সম্পদ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)