Horoscope Tomorrow: নতুন চাকরি? বেতন বৃদ্ধি? সপ্তাহের প্রথম দিনে লক্ষ্মীলাভ কাদের?
Daily Horoscope: কেমন যাবে সোমবার? কোন রাশির জাতকদের জন্য ভাল এই দিন? কারা থাকবেন সতর্ক?
কলকাতা: রাশিফল অনুসারে, আগামীকাল অর্থাৎ ২২ এপ্রিল ২০২৪, সোমবার একটি গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল সোমবার ভাগ্যের নক্ষত্রগুলি কী নিয়ে আসছে? জেনে নিন আপনার আগামীকালের রাশিফল
মেষ রাশি (Aries)- যাঁরা এদিন কোনও চাকরির ইন্টারভিউ দেবেন, তাঁরা পুরো প্রস্তুতি নিয়ে যান। অতিরিক্ত আত্মবিশ্বাস রাখবেন না, তা চাকরির ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। রাস্তায় হাঁটাচলা করার সময় সাবধান থাকুন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতাবৃদ্ধির চেষ্টা করুন। অংশীদারি ব্য়বসা থাকলে অংশীদারের সঙ্গে কোনওরকম তর্ক করবেন না। তরুণরা বন্ধুদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। পরিবারের বিষয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন।
বৃষ রাশি (Taurus)- শিক্ষাক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য এটি একটি কঠিন দিন হতে পারে। সিনিয়র শিক্ষকদের পাশাপাশি বাবা-মায়ের থেকেও নানা অভিযোগ শুনতে পারেন, তার জন্য মন খারাপ হতে পারে। ছোটখাট অসুস্থতার জন্য অবিলম্বে চিকিৎসা করুন। নয়তো বাড়াবাড়ি হয়ে গেলে আরও সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসায়ীদের জন্য মোটের উপর ভাল দিন হবে। ব্য়বসার বিষয়ে সম্পূর্ণ চাপমুক্ত থাকবেন আপনি। তরুণরা এদিন যে কোনও ধরনের লড়াই থেকে দূরে থাকুন। কোনও লড়াইয়ে হস্তক্ষেপ করতে যাবেন না, তাহলে আপনিও জড়িয়ে পড়তে পারেন। প্রকৃতির মাঝে সময় কাটাতে পারেন আপনি।
মিথুন রাশি (Gemini)- দিনটি ভাল যাবে। চাকরিজীবীরা অফিসের সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কাজ ও আচরণের প্রশংসা শুনতে পারবেন। যদি আপনার স্বাস্থ্য দীর্ঘদিন ধরে খারাপ থাকে, তাহলে ধীরে ধীরে উন্নতি শুরু হবে। এতে আপনার মনে শান্তি আসবে, শক্তিও আসবে। যাঁরা উৎপাদনক্ষেত্রে কাজ করেন তাঁরা অর্ডার অনুযায়ী সব পণ্য প্রস্তুত করতে পারেন। যেভাবেই হোক প্রতিশ্রুতি পূরণ করতেই হবে। নয়তো বাজারে নাম খারাপ হতে পারে। পরিবারে বড়দের কথা উপেক্ষা করবেন না। অতিরিক্ত ব্যায়ের কারণে বাজেটে ধাক্কা লাগতে পারে। আগামী কয়েকদিন খরচে লাগাম দিন।
কর্কট রাশি (Cancer)- কর্মক্ষেত্রে ভাল সম্পর্ক বজায় রেখে চলুন। অফিসে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে হবে। আপনার প্রতি যাঁরা ঈর্ষান্বিত তাঁদের সঙ্গেও ভাল ব্যবহার করতে হবে। যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত তাঁরা সাবধানে থাকুন। মিষ্টি খাওয়া এড়িয়ে চলুন, খাওয়ার ব্যাপারে সতর্ক নজর দিন। ব্যবসায়ীদের এদিন আর্থিক সহায়তা প্রয়োজন হতে পারে। ভাইবোনের থেকে সাহায্য নিতে পারেন। কারও কারও ক্ষেত্রে সঙ্গীদের সঙ্গে মন কষাকষি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে, তাঁদের জন্য সময় দিতে হবে। দিনভর বাড়িতে লোকজন থাকায় কাজ থাকবে, যার কারণে আপনি সন্ধ্যায় ক্লান্ত বোধ করতে পারেন।
সিংহ রাশি (Leo)- কাজের জায়গায় চাপ থাকবে। কর্মক্ষেত্রে সবকিছু পরিকল্পনা মতো চলবে না। সময়ে কাজ শেষ না হলে কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করতে পারেন আপনি। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। বসার সময় সাবধানে থাকতে হবে। নয়তো পিঠে ব্য়থা হতে পারে। যাঁরা ব্য়বসা করছেন তাঁদের এদিন বিশেষ বাধা নেই। তবে যাঁরা অংশীদারি ব্যবসা করছেন তাঁরা নিজের লাভের অংশ আগে থেকেই সরিয়ে রাখুন। নয়তো পরে মতপার্থক্য হতে পারে। তরুণদের এদিন বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। বাইরে সময় কাটাতে পারেন। বাড়ির পরিবেশ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করতে হবে। সন্তানকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করুন। নয়তো সন্তান আপনার উপর রাগ করতে পারে।
কন্যা রাশি (Virgo)- এদিন কাজের জায়গায় নিজের দায়িত্ব অবহেলা করবেন না। কাজ ঠিকমতো পালন করলেই পরিচয় তৈরি হবে, সাফল্য আসবে। পদোন্নতি হতে পারে। অতিরিক্ত ভাজাভুজি খাওয়ার স্বভাব থাকলে সতর্ক হতে হবে। নয়তো সমস্যায় পড়তে হতে পারে। ছোট ব্যবসায়ীদের জন্য ভাল যাবে দিনটি। যাঁরা সাধারণ দোকানে কাজ করেন তাঁদের জন্য দিনটি ভাল হবে। পণ্য বিক্রি বেশি হলে অর্থনৈতিক স্তরেও উন্নতি হতে পারে। নেতিবাচক চিন্তা ত্যাগ করে ইতিবাচক চিন্তায় মনোযোগ দিলে ভাল হবে। মা-বাবার খারাপ স্বাস্থ্যের কারণে চিন্তিত হতে পারেন। ভ্রমণ পরিকল্পনাও বাতিল হয়ে যেতে পারে। সন্তানদের কাজে আপনার মন সন্তুষ্ট হবে।
তুলা রাশি (Libra)- আগামীকাল কাজ নিয়ে চাপে থাকতে পারেন। সমস্যা তৈরি হতে পারে। যাঁরা ডেটা অপারেটর হিসেবে কাজ করেন, তাঁরা দিনের বেলা চাপের সম্মুখীন হতে পারেন। ফলে সন্ধেয় ক্লান্তি ও অবসন্ন হতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে, কোনও সমস্যা হলে ডাক্তারের কাছেই যাবেন। ব্যবসায়ীরা এদিন মুনাফা পেতে পারেন। সেদিকে তাকিয়ে কিছু পরিবর্তন আনতে চাইলে পরিকল্পনা করতে পারেন। গভীর রাত পর্যন্ত না জেগে পড়াশোনার সময় বেছে নিলে ভাল। পারিবারিক দায়িত্বের বোঝা খুব ভারী হতে পারে, যে কারণে আপনি চিন্তিতও হতে পারেন।
বৃশ্চিক রাশি (Scorpio)- কাজের জায়গায় সব স্তরের সব লোকজনের সঙ্গে যোগাযোগ রাখবেন। এতে নিজের নেটওয়ার্ক বাড়বে, কিছু শিখতেও পারবেন। স্বাস্থ্য ভাল থাকবে, কোনও রকম শারীরিক কষ্ট হবে না। খেলার সময় শিশুর যাতে আঘাত না লাগে তা খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য জমি-বাড়ি বেছে নিতে পারেন। এই ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা থাকবে, আর্থিক পরিস্থিতি ভাল হতে পারে। তরুণরা অপ্রয়োজনীয় বিষয়ে রাগ করা এড়িয়ে চলুন। গুরুজনদের তিরস্কার শুনতে হতে পারে।
ধনু রাশি (Sagittarius) - দিনটি মোটের উপর ভাল যাবে। শ্রমজীবী মানুষের জন্য় শুভদিন হবে। যাঁরা অনলাইন ক্লাস বা কোনও কোর্স করবেন তাঁদের জন্য ভাল দিন। শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। অনিয়মিত দৈনন্দিন রুটিনের কারণেই ক্লান্তি আসছে। রুটিন বদলে ফেলার চেষ্টা করুন। খুচরো ব্যবসায়ীদের শুধুমাত্র তাঁদের পরিচিত লোকদের টাকা ধার দেওয়া উচিত। অন্য কারও সঙ্গে ঋণ নিয়ে ব্যবসা করবেন না, নয়তো টাকা আটকে যাবে। তরুণরা আত্মবিশ্বাস বজায় রাখুন। তবেই আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন। বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সম্পর্কের মধ্যে পুরনো তিক্ত বিষয়গুলি আনবেন না।
মকর রাশি (Capricorn)- কর্মক্ষেত্রে আপনার হৃদয়ের পরিবর্তে আপনার মস্তিষ্ক দিয়ে চিন্তা করলে ভাল হবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে, অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে। যাঁরা খেলাধুলার সামগ্রীর ব্য়বসা করেন তাঁদের জন্য এটি শুভ হবে। স্টক মার্কেটে বিনিয়োগ থাকলে সেদিকে নজর রাখুন। তরুণরা পুরনো বন্ধুর সঙ্গে বেশি সময় কাটাতে পারে। আপনি তাঁদের সঙ্গে আপনার অনুভূতি ভাগ করে নিতে পারেন। বাড়িতে দামী জিনিস চুরি বা ক্ষতির সম্ভাবনা আছে, সতর্ক থাকুন।
কুম্ভ রাশি (Aquarius)- যাঁরা লেখালেখি করতে বা বই লিখতে পছন্দ করেন। তাঁদের জন্য শিল্পটি আরও আয়ত্ত হবে। এদিন জোরে কথা বলা এড়িয়ে চলা উচিত। নয়তো আপনার গলা ব্যথা হতে পারে বা আপনার গলায় সংক্রমণ হতে পারে। আপনি এই নিয়ে চিন্তিত হতে পারেন। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বড় ভাইবোনের পরামর্শ নিতে হবে। মনের মধ্যে কিছু জমিয়ে রাখবেন না।
মীন রাশি (Pisces)- কাজের জায়গায় প্রয়োজনে কাওকে সঙ্গে নিতে পারেন। কোনও স্ট্রেস না নিয়ে ভালভাবে কাজ করুন। হালকাভাবে কাজ করুন। নয়তো অতিরিক্ত মানসিক চাপের কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে। বৈদ্যুতিন পণ্য যাঁরা বিক্রি করেন, সেই ব্যবসায়ীদের জন্য ভাল দিন। মুনাফা পেতে পারেন। সম্পদ বৃদ্ধি পেতে পারে। বিয়ের যোগাযোগ হতে পারে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: এপ্রিলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ পরিস্থিতি কলকাতায়, শেষ পঞ্চাশ বছরের ইতিহাসে রেকর্ড