Daily Astrology: সন্তানকে নিয়ে বাড়বে চিন্তা, সুখবর চাকরিপ্রার্থীদের জন্য, কী বলছে আপনার রাশিফল
Horoscope Tomorrow : মেষ থেকে তুলা, সোমবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।
কলকাতা: আগামীকাল ৮ জুলাই, সোমবার। সপ্তাহের প্রথমদিন আপনার কেমন যেতে পারে (Daily Horoscope)? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ - কালকের রাশিফল (Mesh Rashi): ব্য়বসার ক্ষেত্রে ভাল, খারাপ দুই থাকবে। বন্ধুর জন্য অযথা ব্যয় করবেন না। আর্থিক সঙ্কটে ভুগতে পারেন। বুঝে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার আগে কারও পরামর্শ নিতে হবে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। একে অপরের আবেগকে গুরুত্ব দিতে হবে।
বৃষ - কালকের রাশিফল (Brisha Rashi): মন খুশি থাকবে। অনেক ধরে কোনও কিছুর পরিকল্পনা করলে, এবার তা বাস্তবায়িত হবে। কাউকে সাহায্য করার সুযোগ এলে হাতছাড়া করবেন না। তাতে মানসিকভাবেও ভাল থাকতে পারবেন। কাজের প্রয়োজনে ভ্রমণে যেতে হতে পারে। মানসিক চাপ মুক্ত হবেন পড়ুয়ারা।
মিথুন - কালকের রাশিফল (Mithun Rashi): কাজের বিষয়ে আরও সতর্ক হতে হবে। ভুল হওয়ার আশঙ্কা হতে পারে। পুরনো কোনও কারণে সমস্যা হতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে। প্রয়োজনে তার শিক্ষকের সঙ্গে কথা বলুন। কর্মক্ষেত্রে শত্রু বাড়বে।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): আলসেমি কাটাতে হবে। না হলে সমস্যা বাড়বে। স্বামীর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। পুরনো কোনও আফশোস বাড়বে। সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন। কোনও বিষয়ে বাবার সঙ্গে শেয়ার করতে পারেন। পারিবারিক সমস্যা মিটবে।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক হতে হবে। অন্যের থেকে নিয়ে গাড়ি চালাবেন না। খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটবে। যৌথ উদ্যোগে ব্যবসার ক্ষেত্রে লাভের মুখ দেখবেন। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): শান্তিতে কাটবে দিন। কর্মক্ষেত্রে থাকবে ব্যস্ততা। যার জেরে বাড়বে মানসিক চাপ। যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য রয়েছে ভাল খবর।নতুন কিছু শেখার ক্ষেত্রে আগ্রহ বাড়তে পারে। কোনও আত্মীয়র থেকে ভাল খবর পেতে পারেন।
তথ্যসূত্র - এবিপি লাইভ ইংরেজি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন: Shani Dev: বর্ষাকালে এই জিনিসগুলি দান করলে প্রসন্ন হন শনিদেব, আশীর্বাদ করেন দু'হাত ভরে