Daily Astrology: অন্যের কথা শুনে কাজ করলে বিপদ, বুধবার স্ত্রীর সঙ্গে বিবাদ মিটবে; কেমন কাটবে আপনার দিন?
Horoscope Tomorrow: তুলা থেকে মীন, বুধবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আগামীকাল ২৬ ফেব্রুয়ারি। বুধবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও ভাল হবে। কোনও প্রদর্শনীতে যেতে পারেন। পরিবারের কোনও সদস্যের বিয়েতে আসা বাধা দূর হতে পারে। নতুন কিছু করার ইচ্ছে জাগতে পারে। আর্থিক বিষয়ে একটি পরিকল্পনা করতে হবে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): দিনভর চিন্তায় কাটবে। কোনও ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন। গৃহস্থালির কাজে পূর্ণ মন দিতে হবে। কোনও বিষয়ে সন্দেহ থাকে, তবে সেই কাজে একেবারেই এগিয়ে যাবেন না। অপরিচিতদের থেকে সাবধান থাকা উচিত। কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): চাকরিজীবীদের জন্য ভাল দিন। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। কারও থেকে কথা শুনে বিশ্বাস করবেন না। বাবা-মায়ের আশীর্বাদে বাকি থাকা কাজ শেষ হবে। বুধবার কোনও গুরুত্বপূর্ণ কাজ না করাই ভাল। কাউকে টাকা ধার দেবেন না। স্ত্রীকে পাশে পাবেন।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): বিবাদের কারণে আপনি বিরক্ত হবেন। নতুন কিছু শিখতে পারবেন। বিনোদন জগতের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্মান বৃদ্ধি পাবে। স্ত্রীর অনুভূতিকে সম্মান করতে হবে। প্রতিযোগিতার অনুভূতি মনে থাকবে। পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): তাড়াহুড়ো করে কোনও কাজ করা এড়িয়ে চলতে হবে। পরিকল্পনা সঠিকভাবে করতে হবে। কোনও সমস্যাকে এড়িয়ে যাবেন না। আপনার নেওয়া কোনও সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবেন। নতুন সমস্যা দেখা দিতে পারে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): ব্যবসায়ের দিকে একটু মনোযোগ দেওয়া উচিত। কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে হবে। কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। রোগভোগের আশঙ্কা। পারিবারিক সম্পর্কে ঐক্য বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে বিরোধের সমাধান করতে হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















