Mangal Gochar : মঙ্গল করছে তছনছ, রাগেই সর্বনাশ, একটু ভুলেই খাদে, ৩ রাশির জন্য চরম সতর্কতা
মঙ্গলের কর্কট রাশিতে গোচর ঘটেছিল গত ৩র এপ্রিল। কর্কট হল চন্দ্রের রাশি , সেই সঙ্গে মঙ্গলের দুর্বল রাশি।

মঙ্গলবারের সঙ্গে জড়িয়ে রয়েছে রাগ, ক্রোধ, যুদ্ধ বিগ্রহ সহ অনেককিছু। বলা হয়, গ্রহগুলির সেনাপতি হল মঙ্গল। এই গ্রহ সাহস, বীরত্ব, শক্তি, ভূমি, রক্ত, যুদ্ধের কারক। তাই মঙ্গলের বছর ২০২৫ পড়ার আগেই অনেকে মনে করেছিলেন , এ বছরে যুদ্ধবিগ্রহ বাঁধতে পারে। মঙ্গল বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে। মঙ্গলের কর্কট রাশিতে গোচর ঘটেছিল গত ৩র এপ্রিল। কর্কট হল চন্দ্রের রাশি , সেই সঙ্গে মঙ্গলের দুর্বল রাশি।
মঙ্গল ৭ জুন, ২০২৫ পর্যন্ত কর্কট রাশিতেই অবস্থান করবে। এর পর গ্রহটি সিংহ রাশিতে প্রবেশ করবে। এর অর্থ হল মঙ্গল গ্রহ পুরো ২ মাস কর্কট রাশির নিম্ন রাশিতে থাকবে। মঙ্গল নীচ রাশিতে থাকার হেতু শক্তি দুর্বল হয়ে পড়েছে। এর ফলে মানুষকে জীবনে অনেক সমস্যায় পড়তে হতে পারে, এই পরিস্থিতিতে বেশ কয়েকটি রাশির জাতকদের সতর্ক থাকতে হবে।
মিথুন রাশি -
মিথুন রাশির জাতকদের ৭ জুন পর্যন্ত সতর্ক থাকতে হবে। এই সময়ে রাগ নিয়ন্ত্রণ করা দরকার। কোনও কাজ তাড়াহুড়ো করবেন না। এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়ে বিরক্ত বোধ করতে পারেন।
কর্কট রাশি -
কর্কট রাশির জাতকদের জন্য সময়টা বেদনাদায়ক হতে পারে। মঙ্গল কর্কট রাশিতে গোচর করছে। মঙ্গলের দুর্বল রাশি কর্কট। এই সময়ে, অবাঞ্ছিত উত্তেজনা এবং উদ্বেগ অব্যাহত থাকতে পারে। যার জন্য মানসিক চাপ বাড়তে পারে। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না।
বৃশ্চিক রাশি -
মঙ্গল নীচ রাশি কর্কট রাশিতে প্রবেশের জন্য বৃশ্চিক রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। অসাবধান হবেন না, । মিথ্যা থেকে দূরে থাকুন। কারণ ছাড়া কাউকে সন্দেহ করবেন না। এই সময়ে, আর্থিক ক্ষতি এবং বিবাদ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। এই কারণে, ৭ জুন পর্যন্ত সময় বৃশ্চিক রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















