November 2024 Horoscope: প্রেমে মজে থাকবেন সঙ্গী, কারো লাভ, কারো কাটবে ব্যস্ততায়; নভেম্বরে কর্কট-সিংহ-কন্যা রাশির ভাগ্যে কী ?
Astrology: গ্রহের গতিবিধি থেকে জেনে নেওয়া যাক নভেম্বর মাসে কর্কট, সিংহ ও কন্যা রাশির জাতকদের জীবনে কী আছে...
কলকাতা : জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধির মাধ্যমে একজন ব্যক্তির ভাগ্য নির্ধারিত হয়। গ্রহ এবং নক্ষত্রমণ্ডলী ১২টি রাশিকেই প্রভাবিত করে। কিছু রাশি গ্রহের গতিবিধি থেকে উপকৃত হয়, আবার কিছু রাশি ক্ষতির সম্মুখীন হয়। গ্রহের গতিবিধি থেকে জেনে নেওয়া যাক নভেম্বর মাসে কর্কট, সিংহ ও কন্যা রাশির জাতকদের জীবনে কী আছে...
কর্কট রাশি (Karkat Rashi)- কর্কট রাশির জাতকদের কাছে নভেম্বর মাসটি মিশ্র কাটবে। এই মাসে কর্কট রাশির নারীদের তাঁদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। চাকরিজীবীদের জন্য এই মাসে কাজের চাপ বাড়তে পারে। সিনিয়ররা কাজের চাপ তৈরি করতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকারা এই মাসে তাঁদের আটকে থাকা কাজ শেষ করতে পারেন। বিবাহিত জীবনে সম্প্রীতি স্থাপনের চেষ্টা আপনার সম্পর্ককে মজবুত করবে। এই মাস ছাত্রছাত্রীদের জন্য ভাল ফল বয়ে আনতে পারে। পরিবারের সদস্যদের সহযোগিতায় কাজে সাফল্য পেতে পারেন। আপনার সঙ্গী এই মাসে প্রেমের মেজাজে থাকবেন। বাইরের খাবার থেকে বাঁচুন। না হলে স্বাস্থ্যের অবনতি হতে পারে।
সিংহ রাশি (Singha Rashi)- এই মাসটি সিংহ রাশির জাতকদের জন্য লাভজনক হতে পারে। যাঁরা অসুস্থ আছেন, তাঁরা সুস্থ হতে পারেন। পরিবারের পরিবেশ আনন্দদায়ক হবে। এই মাসে বন্ধুদের সহযোগিতায় কিছু করার পরিকল্পনা করতে পারেন। সন্তানদের থেকে ভাল খবর পেতে পারেন। এই মাসে চাকরিজীবীরা বসের সহযোগিতা পাবেন। যার জেরে তাঁদের বেতন বাড়তে পারে। ব্যবসায়ীদের এই মাসে কোনো ধরনের ঋণ লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। প্রেম জীবনে সহযোগিতা পাবেন।
কন্যা রাশি (Kanya Rashi)- নভেম্বর মাস ব্যস্ততায় কাটবে কন্যা রাশির জাতকদের। কোনো কাজের ব্যাপারে আপনি হতাশ বোধ করতে পারেন। পেট ও ত্বক সংক্রান্ত সমস্যা এই মাসে আপনাকে সমস্যায় ফেলতে পারে। এ থেকে বাঁচতে বাইরের খাবার এড়িয়ে চলুন। বিবাহিতদের এই মাসে তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে। যা আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ব্যবসায়ী শ্রেণির লোকজন ভাল সুবিধা পেতে চলেছেন বলে মনে হচ্ছে।
আরও পড়ুন ; বিশৃঙ্খলায় শুরু হচ্ছে নভেম্বর, লক্ষ্য পূরণের চাপ, টক-মিষ্টি প্রেম; গোটা মাসটা কেমন কাটবে মকর রাশির ?
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে