Horoscope 2025: রাহু-কেতু মিলে ২০২৫-এ সমস্যায় ফেলবে এই রাশিদের! ভয়ঙ্কর সমস্যা বাড়তে পারে কাদের?
Rahu Ketu Effect: কোন কোন রাশির জন্য সতর্ক থাকতে হবে?
কলকাতা: বেশ কিছু জাতকদের ২০২৫ সালে খুব বেশি সতর্ক থাকতে হবে। কারণ এ বছরে গ্রহগতির প্রভাবে জীবনের নানান ক্ষেত্রে ওঠাপড়া দেখা দিতে পারে। তবে ভাল পরিণামও লাভ করবেন। তবে কোন কোন রাশির জন্য সতর্ক থাকতে হবে?
বৃষ রাশি- নতুন বছরে ব্যবসায় কোনও ধরনের লগ্নি করবেন না, জমি-সম্পত্তির ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেম ও দাম্পত্য জীবনে ভেবেচিন্তে পদক্ষেপ করতে হবে। ব্যবসায়িক দিক দিয়ে নতুন বছরে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতকরা।
কন্যা রাশি- বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত সপ্তমেশ শনি সপ্তম কক্ষে অবস্থান করবে। এ ক্ষেত্রে কঠিন পরিস্থিতির পর ব্যবসায় তুলনামূলক ভালো ফলাফল করতে পারবেন। আবার মার্চের পর শনি অষ্টম কক্ষে এসে উপস্থিত হবে। এ সময় এই রাশির জাতকরা ব্যবসায় কোনও ধরনের লগ্নি করবেন না। আবার মে মাসের পর রাহুর গোচরের ফলে ভেবেচিন্তে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই রাশির জাতকদের। ব্যবসায় নতুন ও ব্যয়বহুল পরিকল্পনা করা থেকে বিরত থাকুন। কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না।
সিংহ রাশি- এই রাশির জাতকরা মে মাসে মিশ্র ফলাফল লাভ করবেন। ছোটখাটো সমস্যার পর লক্ষ্যে পৌঁছতে পারবেন। এরই মাঝে পদোন্নতির সম্ভাবনা থাকবে, কিন্তু মার্চের পর কঠিন পরিস্থিতি বাড়তে পারে। এমন সময় একাগ্র হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করলে চাকরি নিরাপদ থাকবে। বৃহস্পতির প্রভাবে চাকরিতে উন্নতির যোগ তৈরি হতে পারে এ বছর। মে মাসের পর লাভ স্থানে উপস্থিত বৃহস্পতি কেরিয়ারের বিভিন্ন বিষয় সমর্থন প্রদানের চেষ্টা করবে।
মকর রাশি- জ্যোতিষ গণনা অনুযায়ী ২০২৫ সালে আর্থিক জীবনে মিশ্র ফলাফল লাভ করবেন মকর রাশির জাতকরা। আয়ের দিক দিয়ে এই বছরটি সাধারণ। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অর্থ সঞ্চয় করতে সফল হবেন। এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আমদানির উৎস বৃদ্ধি পাবে। কিন্তু রাহু-কেতু ও শনির কারণে মাঝেমধ্যে আর্থিক জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে। কারণ বৃহস্পতি অর্থ লাভের সুযোগ দেবে এবং রাহু-কেতু আর্থিক পরিস্থিতি দুর্বল করতে থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে