Kalker Rashiphal (21 June, 2025) : হঠাৎ করে লাভের মুখ দেখবে এই রাশি, ভালো খবর পেতে পারেন
Astrology : সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির ভাগ্যে শনিবার কী আছে ? দেখে নিন রাশিফলে...

সিংহ রাশি (Singha Rashi)- শনিবার হঠাৎ করে লাভের মুখ দেখতে পারেন। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সহযোগিতা বজায় থাকবে। কিন্তু, শারীরিক সমস্যা এড়াবেন না। অন্যথা, তা পরে বড় সমস্যার কারণ হতে পারে। ব্যবসায় বড় ঝুঁকি নিতে হলে, কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। নাহলে আপনার টাকা আটকে যেতে পারে। বড়দের সঙ্গে কথা বলার সময় নম্রতা বজায় রাখুন। রক্তের সম্পর্কে কারো সঙ্গে মনোমালিন্য চললে, তা মিটে যাবে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কেউ আপনার কাছে টাকা ধার চাইতে পারেন। সন্তানদের কাছ থেকে কোনও ভালো খবর পেতে পারেন।
কন্যা রাশি (Kanya Rashi)- শনিবার দিনটি কন্যা রাশির জাতকদের সম্মান নিয়ে আসবে। ব্যবসা বাড়বে। লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। কার্যক্ষেত্রে নিজের ভালো ভাবনা-চিন্তার জেরে লাভবান হবেন। নিজের থেকে অন্যের কাজে নজর বেশি দেবেন। পার্টনারশিপে কাজ করলে ভালো লাভে হবে। ভালোবাস ও সহযোগিতার চিন্তা থাকবে মনে। রাজনীতিতে কর্মরতদের উপর আজ কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। জবীনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। যা নিয়ে আপনি চিন্তিত থাকবেন।
তুলা রাশি (Tula Rashi)- শনিবার দিনটি তুলা রাশির জাতকদের জন্য সামান্য হবে। কর্মস্থলে গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। প্রেমে সঙ্গীর কাছে কোনও বিষয় গোপন রাখলে, সেই বিষয়টি এবার সামনে চলে আসতে পারে। কোনও বন্ধুর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। কোনও কাজ দীর্ঘদিন আটকে থাকলে, তা এবার শেষ হওয়ার সম্ভাবনা দেখা দেবে। কারো কাছ থেকে গাড়ি নিয়ে চালাবেন না, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কর্মস্থলে বসের কথা শুনতে হবে, নাহলে কাজে ভুল হতে পারে। বাড়িতে ধর্মীয় কাজের আয়োজন হতে পারে।
বৃশ্চিক রাশি (Brishchik Rashi)- অকারণ তর্ক এড়াতে হবে। নিজের গুরুত্বপূর্ণ পরিকল্পনায় নজর দিন। সরকারি চাকরির যাঁরা চেষ্টা করছেন তাঁদের কিছু সমস্যা হতে পারে। যদি কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার কথা ভাবছেন, তাহলে সহজেই তা পেয়ে যেতে পারেন। কোনও বিনোদনমূলক কাজে শামিল হতে পারেন। শিক্ষার্থীরা কোনও প্রতিযোগিতায় অংশ নিলে, তাতে সাফল্য মিলবে। কোনও বিষয়ে সন্তানের উপর রাগ হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















