Shani 2025: মার্চেই নতুন গন্তব্যে শনি ! ছিনিমিনি খেলতে পারেন ৩ রাশিকে নিয়ে, রেহাই একটাই শর্তে
Shani 2025 Astrology : মীন রাশির পথে এবার হাঁটবেন শনি। এতে কাদের সমস্যা বাড়তে চলেছে ?
শনিদেব ন্যায়ের দেবতা । তিনি মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন। শনি খুব ধীর গতির গ্রহ। শনিদেব প্রায় আড়াই বছর এক রাশিতে অবস্থান করেন। সারা বছরই শনিদেব তার কুম্ভ রাশিতে থাকবেন। ২০২৫ সালে শনির গতিবিধিতে পরিবর্তন আসবে। ২৯ মার্চ শনি কুম্ভ রাশি ছেড়ে বৃহস্পতির মীন রাশিতে প্রবেশ করবে। ২০২৭ এর ২ জুন অবধি থাকবে। শনি গ্রহের এই স্থানান্তরের সঙ্গে সঙ্গ কয়েকটি রাশির সাড়ে সাতি শেষ হবে, আর কয়েকটি রাশির সাড়ে সাতি শুরু হবে। মীন রাশির পথে এবার হাঁটবেন শনি। এতে কাদের সমস্যা বাড়তে চলেছে ।
মেষ- ২০২৫ এর ২৯ মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতকদের প্রতিকূল সময় শুরু হবে। এই রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতি চলবে। শনির এই গমন মেষ রাশির জাতক জাতিকাদের সমস্যা বাড়াতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের শনির প্রভাবে আর্থিক ক্ষতি হতে পারে। র আয় কমতে পারে। সাড়ে সাতির জন্য ক্ষতির সম্মুখীন হতে পারেন এই রাশির জাতকরা। হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে। কর্মজীবনেও কিছু সমস্যা আসবে, তা আবার কেটেও যাবে।
কর্কট- কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ২০২৫ সালটি শনি গ্রহের অবস্থান অনুকূল নয়। কর্মক্ষেত্রে অনেক চাপের সম্মুখীন হতে হবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। শনির জন্য জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রতিটি ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। গোছানো কাজ নষ্ট হতে পারে। পরিবারে মতভেদ আসতে পারে। সঙ্গীর সঙ্গে মতভেদ বাড়তে পারে। চাকরি ও ব্যবসায়ও ক্ষতির আশঙ্কা আছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।
কুম্ভ - শনির রাশি পরিবর্তনের জন্য কুম্ভ রাশির জাতকদের জীবনে সমস্যা আনতে পারে। শনির সাড়ে সাতির পর্ব শেষ হবে এই রাশির ক্ষেত্রএ। এই রাশির জাতকদের আরও সতর্ক থাকতে হবে। শনির অশুভ দৃষ্টিরজন্য বাধার সম্মুখীন হতে হবে। কুম্ভ রাশির জাতকদের অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কোনো বিষয় নিয়ে বিতর্ক বাড়তে পারে। দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে। এই রাশির জাতকরা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। সম্পর্কও তিক্ত হতে পারে।
তবে এই তিন রাশির জাতক বলেই মন খারাপ করার কারণ নেই। কারণ শনিদেব খুবই বিচক্ষণ। সৎ ও পরিশ্রমী মানুষকে কখনও ঝামেলায় ফেলেন না শনি। হয়ত সময়টা কঠিন হয়, সে-সময় হাত ধরে পার করিয়ে দেন শনিই। তাই ভরসা রাখুন। কাজ করে যান।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।