Sange Sumanপর্ব ২(২৮.১১.২০২৫):বালিকাণ্ডের নেপথ্যে সিন্ডিকেট-সংঘাত?SIR-চাপে মুর্শিদাবাদে BLO-র মৃত্যু
Ghanta Khanek Sange Suman : বালিতে তৃণমূল নেতাকে পরপর গুলি, অভিযুক্তও তৃণমূল, নেপথ্যে সিন্ডিকেট?, বিস্তারিত কভারেজ। 'SIR হলেই ধরপাকড় হবে, তারপর সোজা ডিটেনশন' । এবার হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের । উত্তরপ্রদেশে ডিটেনশন ক্যাম্পের প্রস্তুতি, লখনউ থেকে এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্ট । বসিরহাটে বাংলাদেশি অনুপ্রবেশকারীর নতুন কীর্তি ফাঁস । প্রতিবেশীকে বাবা সাজিয়ে জাল নথি, এমনকী অ্যাকাউন্টে ঢুকেছিল আবাস যোজনার টাকাও! । মুর্শিদাবাদে BLO-র মৃত্যু, মালদায় BLO-কে হুমকি দিয়েও অধরা অভিযুক্ত ।
বালিতে তৃণমূল নেতাকে গুলি করল কে ? দলেই ২ তত্ত্ব!
বালিতে তৃণমূল নেতাকে গুলি করল কে? দলেই ২ তত্ত্ব! হামলায় হাত থাকতে পারে বিজেপির, দাবি যুব তৃণমূল নেতার।'নিজে করল, না কেউ করেছে, তা দেখার কথা পুলিশের', ভিন্ন সুরে দাবি ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের।হাওড়ায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। রাস্তার মাঝে ধীরেসুস্থে এসে গুলি চালিয়ে গেল আততায়ী। গুলিতে জখম পঞ্চায়েত প্রধানের সঙ্গীও। এখনও অধরা আততায়ী।মোটরবাইকের পিছনে বসে আসছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। উল্টোদিক থেকে ধীরেসুস্থে হেঁটে যাচ্ছিল আততায়ী তৃণমূল নেতা সামনে আসতেই একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি!
All Shows






























