এক্সপ্লোর
Advertisement
Shani Dev: এই ১০ উপায়ে খুশি হবেন শনিদেব, মিলবে আশীর্বাদ; কেটে যেতে পারে জীবনের যাবতীয় ঝঞ্ঝাট
God of Justice: ন্যায়ের এই দেবতা যদি একবার আপনার উপর রেগে যান তাহলে তাঁকে প্রসন্ন করা খুব কঠিন।
কলকাতা : শনিদেব মহারাজকে প্রসন্ন করা সহজ কাজ নয়। ন্যায়ের এই দেবতা যদি একবার আপনার উপর রেগে যান তাহলে তাঁকে প্রসন্ন করা খুব কঠিন। শনিদেবকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে এই ১০ উপায় অবলম্বন করতে পারেন। তাতে শনিদেব খুশি হবেন এবং তাঁর কৃপালাভ করতে পারবেন আপনি।
শনিদেবকে প্রসন্ন করার ১০ উপায়-
- ১. শনিদেবকে খুশি করতে চাইলে ভাল কাজ করুন। যাঁরা ভাল কাজ করেন তাঁদের প্রতি শনিদেব সবসময় খুশি থাকেন।
- ২. শনিদেবকে খুশি করতে মনের মধ্যে নৈতিকতা বজায় রাখুন।
- ৩. শনিদেবকে খুশি করতে অভাবী এবং দরিদ্রদের সাহায্যে সর্বদা প্রস্তুত থাকুন।
- ৪. শনিদেবকে খুশি করতে চাইলে তাঁর পুজো করুন। ভোলেনাথের পুজো করলেও শনিদেব খুব খুশি হন এবং কাঙ্ক্ষিত ফলও পাওয়া যায়।
- ৫.শনিদেবকে খুশি করতে কুকুরের সেবা করুন। কালো কুকুরের সেবা করার চেষ্টা করুন, যদি তা না দেখতে পান তবে যে কোনও কুকুরকে সেবা করলে শুভ ফল পাওয়া যায়।
- ৬. শনিদেবের মন্ত্র জপ করলে শনিদেব খুব খুশি হন। মনে রাখবেন আপনি শুধুমাত্র শনিদেবের প্রিয় মন্ত্রগুলি জপ করবেন।
- ৭. প্রতি শনিবার শনি মন্দিরে যান এবং শনিদেবের পুজো করুন। শনিদেবকে কালো তিলের সঙ্গে সরিষার তেল নিবেদন করুন।
- ৮. শনিবার সকালে অশ্বত্থ গাছে জল অর্পণ করুন এবং সন্ধ্যায় অশ্বত্থ গাছে কালো তিল ছিটিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালান।
- ৯. আপনি যদি শনিদেবের আশীর্বাদ পেতে চান তবে অবশ্যই শনি যন্ত্রের পুজো করতে হবে।
- ১০. শনিদেবকে খুশি করার জন্য, সত্যিকারের মন থেকে দান করুন। শনিদেব সম্পর্কিত জিনিস দান করলে শনিদেব প্রসন্ন হন। কালো উরদ ডাল, কালো চপ্পল, কালো জুতা, কালো তিল ইত্যাদি কালো জিনিস দান করুন।
তথ্যসূত্র : এবিপি নিউজ
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
জ্যোতিষ (Astro) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement