Shani Sukra Gochar : শনি ও শুক্রের দারুণ যোগ ! ৩ রাশির জীবনে উপচে পড়বে অর্থ-যশ, ভাগ্যের দরজার চিচিং ফাঁক
Astrology 2024 : ২৮ ডিসেম্বর থেকে জানুয়ারির শেষে পর্যন্ত শুক্র ও শনি একই সঙ্গে কুম্ভ রাশিতে থাকবে। আর এই পরিস্থিতির সুবিধা পেতে চলেছে কয়েকটি রাশি।
শুক্র, সুখ, সম্পদ এবং সমৃদ্ধির কারক। শুক্র আবার দৈত্যগুরুও বটে। শুক্র ২৬ দিন পরে রাশি পরিবর্তন করে। সময়ে সময়ে রাশিচক্রের পরিবর্তনের ফলে, প্রতি মাসে কোনও না কোনও গ্রহের সঙ্গে শুক্রের সংযোগ ঘটে। শুক্র গ্রহের সুপ্রভাব এক ব্যক্তির জীবন বদলে দিতে পারে। জীবনে আরাম, বিলাসের ঘাটতি হয় না। ২০২৪ সালের শেষ নাগাদ শনিদেবের সঙ্গে শুক্রের মিলন ঘটবে। শনি ও শুক্রের মিলন জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে খুব গুরুত্ববহ।
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, ২৮ ডিসেম্বর, শুক্র কুম্ভ রাশিতে ১১ টা ৪৮ মিনিটে স্থানান্তর করবে। এদিকে শনি তো কুম্ভ রাশিতেই আছে। থাকবেন আগামী জানুয়ারির শেষ পর্যন্ত। অতএব ২৮ ডিসেম্বর থেকে জানুয়ারির শেষে পর্যন্ত শুক্র ও শনি একই সঙ্গে কুম্ভ রাশিতে থাকবে। আর এই পরিস্থিতির সুবিধা পেতে চলেছে কয়েকটি রাশি।
যেমন -
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের উপর শনি ও শুক্রের মিলন শুভ প্রমাণিত হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে পুরানো মতপার্থক্য মিটে যাবে। বিবাহিতদের মধ্যে দাম্পত্য প্রেম বৃদ্ধি পাবে। যাঁরা ব্যবসা করতে চাইছেন, বা করেন, তাঁরা কিছু সুখবর পেতে পারেন। কুম্ভ রাশির মানুষদের নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। এ ছাড়া দীর্ঘদিন আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে।
মীন রাশি
কুম্ভ রাশিতে শনি ও শুক্রের মিলন মীন রাশির জাতকদের স্বস্তি দেবে। মীনের সাড়ি সাতি শুরু হবে আগামী বছর। তবে এই দুই গ্রহের এক রাশিতে বাস করা মীনের ওপর সুপ্রভাব ফেলবে। দাম্পত্য জীবনের সমস্যা দ্রুত শেষের পথে। ব্যবসায়ীরা প্রচুর লাভ করতে পারেন বুদ্ধি করে বিনিয়োগ করলে। পেশাগত জীবনে অনেক উন্নতি আসবে। আর্থিক লাভ পাবেন। নতুন চাকরি পেতে পারেন। পদোন্নতি সম্ভাবনাও দেখা যাচ্ছে।
মকর রাশি
ভগবান শুক্র এখন মকর রাশিতে আছেন। এর ফলে এই রাশির জাতক জাতিকাদের সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি। তরুণরা তাদের কেরিয়ারে একের পর এক অনেক বড় সুযোগ পাবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায়ী ও চাকরিজীবীরা বৈষয়িক সুখ লাভ করতে সক্ষম হবে। ব্যবসায়ীদের জন্য আয়ের নতুন পথ খুলে যাবে। ধীরে ধীরে পরিবারের আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।