Nostradamus Prediction: নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী কি হুবহু মিলে যাবে অক্টোবরে ? নেমে আসবে বিরাট সঙ্কট?
নস্ত্রাদামুস বহু বছর আগেই দেখতে পেয়েছিলেন ২০২৪ সাল বিশ্বের জন্য বড্ড কঠিন হতে চলেছে। ২০২৪ সালে ঘটতে পারে মারাত্মক এক অপ্রীতিকর ঘটনা ।
নস্ত্রাদামুস মানেই অব্যর্থ ভবিষ্যৎ ভাবনা। পৃথিবীর নানা উল্লেখযোগ্য ঘটনা বা দুর্ঘটনা সম্পর্কে তাঁর পূর্বাভাস মিলে গিয়েছে হুবহু। প্রায় নির্ভুল ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন নস্ত্রাদামুস। ফরাসী ভবিষ্যত্ দ্রষ্টা তিনি। জানা যায়, হিটলারের উত্থান ও মৃত্যু, আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যা, আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু থেকে করোনা অতিমারীর আতঙ্ক, এসব সম্পর্কে তিনি ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন বহুদিন আগেই। তিনি মারা গিয়েছেন প্রায় ৪৫০ বছর আগে। তার আগে তিনি যা যা ভবিষ্যদ্বাণী করেছিলেন , তার বেশির ভাগই মিলে গিয়েছে বলে দাবি অনেকের। ২০২৪ সাল সম্পর্কেও একটি বিশেষ ভবিষ্যদ্বাণী করে ছিলেন নস্ত্রাদামুস।
নস্ত্রাদামুস বহু বছর আগেই দেখতে পেয়েছিলেন ২০২৪ সাল বিশ্বের জন্য বড্ড কঠিন হতে চলেছে। ২০২৪ সালে ঘটতে পারে মারাত্মক এক অপ্রীতিকর ঘটনা । ২০২৪ সালের শেষ সূর্যগ্রহণ হবে ২ অক্টোবর । মহালয়ার দিন। জ্যোতিষ ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অশুভ বলে বিবেচিত হয় এই গ্রহণ। এমন পরিস্থিতিতে অক্টোবরে সূর্যগ্রহণ নিয়ে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তা হবে ভয়ঙ্কর।
২০২৪ সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণটি হবে ২ অক্টোবর। আশ্বিন অমাবস্যায় এই গ্রহণটি ঘটবে। ভারতীয় সময় রাত ৯ টা ১৩ থেকে শুরু হবে । রাত ৩ টে ১৭ নাগাদ শেষ হবে গ্রহণ। ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। কিন্তু এই গ্রহন আর্জেন্টিনা, প্রশান্ত মহাসাগর, আর্কটিক, দক্ষিণ আমেরিকা, পেরু এবং ফিজি প্রভৃতি দেশেও দেখা যাবে এবং এর প্রভাব এখানেও পড়বে।
অক্টোবরে সূর্যগ্রহণ কেন শুভ নয়?
১৮ সেপ্টেম্বর হয়েছিল চন্দ্রগ্রহণ। আর তার ১৫ দিন পর ২ অক্টোবরঅ সূর্যগ্রহণ । মনে করা হয়, যদি১৫ দিনের ব্যবধানে দুটি গ্রহন ঘটে, তবে তা দেশ ও বিশ্বের জন্য শুভ নয়। বরাহমিহিরও বলেছিলেন, এমন কাছাকাছি সময়ে দুটি গ্রহন ঘটলে ঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ডের মতো ঘটনায় প্রচুর প্রাণহানি হয়।
জ্যোতিষী এবং নবী অনীশ ব্যাসের মতে,২০২৪ সালের এই সূর্যগ্রহণ অনেক খারাপ প্রভাব আনতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, দ্বাপর যুগেও মহাভারত যুদ্ধের আগে কার্তিক মাসে এক পক্ষান্তরে চন্দ্র ও সূর্যগ্রহণ হয়েছিল। এছাড়া ১৯৭৯ সালের ২২ অগাস্ট একটি সূর্যগ্রহণ ঘটে । ৬ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ ঘটে। অর্থাৎ ১৫ দিনের ব্যবধানে দুটি গ্রহণ হয়েছিল। তারপর মাচ্ছু নদীর বাঁধ ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় হাজার হাজার মানুষ মারা যায়। এমন উদাহরণ ভুরি ভুরি।
নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৪ সালে একটি বড় অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। নস্ত্রাদামুস তাঁর বইয়ে লিখেছিলেন, দুর্দশা এমন জায়গায় পৌঁছবে যে, মানুষ একে অপরকে খাদ্য মনে করবে। তাঁর পূর্বাভাস আরও বলে, এই বছর বিশ্বে মারাত্মক জলবায়ু পরিবর্তন হতে পারে। এখন সেই অজানা ভবিষ্যৎ নিয়েই আতঙ্কে মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandip Ghosh:সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও 'সাসপেন্ডেড' স্টেটাস! চিকিৎসক সংগঠনের দাবিতে বিতর্ক