EPF Interest Rate : EPF-এ এখন পাবেন এই হারে সুদ, সরকার দিল অনুমোদন
Provident Fund : শনিবার সংবাদ সংস্থা PTI-এর রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে।

EPF Interest Rate : EPF-এ এখন পাবেন এই হারে সুদ, সরকার দিল অনুমোদন
Provident Fund : ২০২৪-২৫ অর্থবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) সুদের হারে অনুমোদন দিয়েছে সরকার। এখন ৮.২৫ শতাংশ হারে পাবেন সুদ। শনিবার সংবাদ সংস্থা PTI-এর রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে EPFO সাত কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা হবে।
কী বলা হয়েছে রিপোর্টে
সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয়েছে, “অর্থ মন্ত্রক 2024-25 অর্থবর্ষের জন্য EPF-এর উপর 8.25 শতাংশ সুদের হারে সম্মতি দিয়েছে। শ্রম মন্ত্রক বৃহস্পতিবার EPFO-কে এই বিষয়ে একটি বার্তা পাঠিয়েছে।” পিটিআইকে এই বিষয়ে জানিয়েছেন শ্রম মন্ত্রকের একজন আধিকারিক।
আগে কী হয়েছিল
EPFO এর আগে 28 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের 237তম সভায় 8.25% সুদের হার বহাল রাখার প্রস্তাব করেছিল। যা কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্যের সভাপতিত্বে হয়েছিল। সেই প্রস্তাবটি পরবর্তীতে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকে পাঠানো হয়। সেই প্রস্তাবেই এখন অর্থ মন্ত্রক সম্মতি দিয়েছে।
কী সুবিধা পাবেন আপনি
আপাতত অনুমোদনের ফলে অবসর তহবিল সংস্থা তার সদস্যদের EPF অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার প্রক্রিয়া শুরু করতে পারবে। এখন যা অবসর পরবর্তী স্থিতিশীল রিটার্ন নিশ্চিত করবে। বর্তমানে অনেক ফিক্সড ডিপোজিটের তুলনায় EPF তুলনামূলকভাবে হাই রিটার্ন দিয়ে চলেছে।
মনে রাখবেন আগের অর্থবর্ষের সুদের হারই বজায় রেখেছে সরকার। বর্তমানে , কিছু ব্যাঙ্কের স্থায়ী আমানতে আট শতাংশের সুদের হার দেওয়া হয়। তবে সেগুলি স্মল ফিন্যান্স ব্যাঙ্কের আওতায় আসে। তবে বেশি রিটার্নের ক্ষেত্রে এখন অনেকেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছে। সেই ক্ষেত্রে রিটার্নের পরিমাণ অনেক বেশি। সাধারণত দীর্ঘমেয়াদে মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের পথ হাঁটলে বার্ষিক ১২-১৫ শতাংশ রিটার্ন পেতে পারেন আপনি। তবে সেই ক্ষেত্রে কোন ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে বেশ লাভ পাবেন, তা আপনার মার্কেট অ্যানালিস্টের সঙ্গে পরামর্শ করে বিনিয়োগ করা উচিত।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















