১০০ বছর পর বিরল সংযোগ আজই ! সূর্যগ্রহণের পরই উন্নতির বাম্পার যোগ ৩ রাশির
Astrology : ২০২৫ সালে সূর্যগ্রহণ ও শনি গোচর কিছু রাশির ভাগ্য উজ্জ্বল করবে। কর্মজীবন, প্রেম ও ব্যবসায় উন্নতি সাধন হবে।

শনি গোচর এবং সূর্যগ্রহণ: ২০২৫ সালে ২৯ মার্চ জ্যোতিষশাস্ত্রে ঘটছে এক ইতিবাচক ঘটনা। ২০২৫ সালে কিছু শুভ সংযোগ তৈরি হচ্ছে যা কয়েকটি রাশির জন্য বিশেষ ফলপ্রসূ হতে পারে। ২৯ মার্চ, শনিবারই ন্যায়ের দেবতা শনিদেব (Shani Dev) কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করছেন। এই দিন আংশিক সূর্যগ্রহণও (Surya Grahan)। একই দিন শনি গোচর (Shani Gochar) এবং সূর্যগ্রহণ (Surya Grahan) কারও কারও জীবনে কিছু নতুন পরিবর্তন আনতে পারে। কয়েকটি রাশি (Zodiac signs) কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবে । ব্যবসায়ীরা অর্থ লাভ করবে। জেনে নিন এই সংযোগ কোন রাশির ভাগ্য উজ্জ্বল করবে।
শনি গোচর এবং সূর্যগ্রহণের সংযোগ
মিথুন রাশি (Gemini Zodiac Sign)-
মিথুন রাশির জাতকদের জন্য শনি গোচর এবং সূর্যগ্রহণ শুভ ফলদায়ক হতে পারে। ব্যবসায়ীরা অর্থ লাভ করতে পারেন। সকল আর্থিক সংকট দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিশ্রমের ফল পাওয়া যাবে। ভাগ্য উজ্জ্বল হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে প্রশংসা হবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারেন।
ধনু রাশি (Sagittarius Zodiac Sign)-
শনি গোচর এবং সূর্যগ্রহণের সংযোগ ধনু রাশির মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। আপনারা অফিসে নতুন জিনিস শিখতে পাবেন। অন্যদিকে এই সময় আপনারা কর্মক্ষেত্রে সম্মানও পাবেন। আপনি যদি ব্যবসা বাড়াতে চান তাহলে এই সময়টা আদর্শ। স্বাস্থ্যও ভালো থাকবে।
মকর রাশি (Capricorn Zodiac Sign)-
মকর রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ এবং শনি গোচরের এই সংযোগ ফলপ্রসূ হবে। আপনার পৈতৃক সম্পত্তির বিষয়গুলি সমাধান হবে। পুরানো বিনিয়োগ থেকে অর্থ পেতে পারেন। অন্যদিকে চাকরিজীবী জাতকরা কর্মক্ষেত্রে নতুন জিনিস শিখতে পাবেন এবং আপনার উন্নতিরও সম্ভাবনা আছে। অর্থ লাভের সম্ভাবনা আছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















