Vastu Tips : ভুল করেও এই দিকে রাখবেন না ডাস্টবিন, বাড়িতে লেগে থাকতে পারে সমস্যা !
Dustbin Place : বাস্তু মতে, বাড়িতে রাখা ডাস্টবিন যদি সঠিক জায়গায় না থাকে, তাহলে পরিবারের সদস্যদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে
![Vastu Tips : ভুল করেও এই দিকে রাখবেন না ডাস্টবিন, বাড়িতে লেগে থাকতে পারে সমস্যা ! Vastu Tips : Dustbin should not be kept in this direction, trouble may prevail in home Vastu Tips : ভুল করেও এই দিকে রাখবেন না ডাস্টবিন, বাড়িতে লেগে থাকতে পারে সমস্যা !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/15/4308dfb8a2051bb94c24f6eea50158571663207769261223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : বাস্তুশাস্ত্র অনুসারে (According to Vastu), ঘরে রাখা সবকিছুতেই শক্তি থাকে। বাস্তুতে সবকিছুর জন্য একটি নির্দিষ্ট দিক নির্ধারণ করা হয়েছে। বাস্তুর এই নিয়মগুলি না মানলে বাড়ির সদস্যদের নানা সমস্যায় পড়তে হয়।
ঘরে কোনও জিনিস সঠিকভাবে না রাখলে উল্টো ফল ভোগ করতে হতে পারে। বাস্তুতে ডাস্টবিনের (Dustbin) একটি নির্দিষ্ট দিক ও অবস্থান ঠিক করা হয়েছে। বাস্তু মতে, বাড়িতে রাখা ডাস্টবিন যদি সঠিক জায়গায় না থাকে, তাহলে পরিবারের সদস্যদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। বাড়ির সদস্যদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। আসুন জেনে নেওয়া যাক বাস্তু অনুসারে ডাস্টবিন কোন দিকে থাকা উচিত।
এই দিকে ভুল করেও ডাস্টবিন রাখবেন না-
বাস্তু মতে, ডাস্টবিন কখনই উত্তর-পূর্ব দিকে রাখবেন না। উত্তর-পূর্ব দিককে দেবতাদের দিক হিসাবে বিবেচনা করা হয়। এ দিকে ডাস্টবিন রাখলে বাড়ির সদস্যদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এর কারণে ঘরে বাস্তু দোষ হতে পারে। এর প্রভাবে পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে। এ ছাড়া ডাস্টবিন পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তর দিকে রাখা উচিত নয়। এর কারণে পরিবারের সদস্যদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে।
ডাস্টবিন রাখার সঠিক দিক-
ডাস্টবিন রাখার বিশেষ দিক বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। সেই অনুযায়ী, ডাস্টবিন সবসময় ঘরের ভেতরেই থাকতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে, এটি দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে রাখা শুভ। এই দিকটি আবর্জনা ফেলার উপযুক্ত বলে বিবেচিত হয়েছে ৷ বাস্তুতে ডাস্টবিন এই দিকগুলিতে রাখা ভাল মনে করা হয়। এছাড়া উত্তর-পশ্চিম দিকে ডাস্টবিনও রাখা যেতে পারে। এই দিকগুলিতে ডাস্টবিন রাখলে বাস্তুর ত্রুটি হয় না।
অন্যদিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী, যদি চান সৌভাগ্যকে বেঁধে রাখতে, তবে অবশ্যই ঘরের আয়না রাখুন সঠিক জায়গায়। আয়না যেমন সৌভাগ্য নিয়ে আসে, তেমন ডেকে আনে দুর্ভাগ্য। চরম অর্থক্ষয়। স্বাস্থ্যনাশ।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
আরও পড়ুন ; ঘরের কোনদিকে আয়না লাগানো সৌভাগ্যের ? কোনদিকে লাগালে চরম বিপদ ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)