Peacock Feathers Benefits : সুখ-সমৃদ্ধি আসে, হাতে থাকে টাকা; ঘরের কোন দিকে রাখবেন ময়ূরের পালক ?
Benefits of Peacock Feathers : ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে ময়ূরের পালক খুব কার্যকর বলে মনে করা হয়
কলকাতা : ময়ূরের পালক (Peacock Feathers) দেবতাদের প্রিয় 'অলঙ্কার' বলে মনে করা হয়। এটি বিশেষভাবে ভগবান কৃষ্ণকে নিবেদন করা হয়। বাস্তুতেও ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ঘরে রাখলে অনেক ধরনের বাস্তু দোষ (Vastu Fault) দূর হয়ে যায়। আর্থিক অবস্থানও শক্তিশালী হয়। ঘর থেকে নেতিবাচক শক্তি (Negative Force) দূর করতে ময়ূরের পালক খুব কার্যকর বলে মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক, ঘরে সুখ-সমৃদ্ধির (Happiness and Prosperity in Home) জন্য ময়ূরের পালক কোন দিকে রাখা উচিত।
এই দিকে ময়ূরের পালক রাখা শুভ-
এটা বিশ্বাস করা হয় যে, সমস্ত দেবতা এবং নতুন গ্রহ ময়ূরের পালকের মধ্যে বাস করে। তাই বাড়িতে রাখা খুবই শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে, বাড়িতে ময়ূরের পালক রাখলে সমস্ত ঝামেলা দূর হয়ে যায় এবং ঘরে সুখ শান্তি আসে। বাস্তুশাস্ত্র অনুসারে, ময়ূরের পালক সবসময় বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাখা উচিত। এতে ঘরে সুখ-সমৃদ্ধি আসে এবং বাড়ির পরিবেশও ভাল থাকে।
ময়ূরের পালক অপব্যয় থেকে বাঁচায়-
আপনার যদি টাকা না রাখতে পারেন বা অতিরিক্ত খরচের অভ্যাস থাকে, তাহলে ময়ূরের পালকের কিছু প্রতিকার আপনাকে স্বস্তি দিতে পারে। উপাসনালয়ে ময়ূরের পালক রাখলে আপনি এর বিশেষ উপকার পাবেন। পূজা বা মন্দিরে রাখা ময়ূরের পালক ঘরে আশীর্বাদ নিয়ে আসে। এই কারণে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কও সৌহার্দ্যপূর্ণ হয়।
কালসর্প দোষ থেকে মুক্তি পায়-
যদি জন্মকুণ্ডলীতে কালসর্প দোষ থাকে, তাহলে তার জন্যও ময়ূরের পালকের প্রতিকার খুবই কার্যকর বলে মনে করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তির বালিশের নিচে ৭টি ময়ূরের পালক রাখা উচিত। ময়ূরের পালকের এই প্রতিকারে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও পড়ুন ; শ্রাবণ মাসে এই কাজ করলে হাতে আসে টাকা, কালসর্প দোষ থেকে মেলে মুক্তি