(Source: ECI/ABP News/ABP Majha)
Peacock Feathers : শ্রাবণ মাসে এই কাজ করলে হাতে আসে টাকা, কালসর্প দোষ থেকে মেলে মুক্তি
Benefits of Peacock Feathers : ধর্মীয় বিশ্বাস, ময়ূরের পালক গ্রহের দোষ দূর করতে সাহায্য করে। আসুন জেনে নিই, শ্রাবণ মাসে ময়ূরের পালক দিয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়।
কলকাতা : জ্যোতিষশাস্ত্র ও বাস্তুর দৃষ্টিকোণ থেকে ময়ূরের পালকের বিশেষ তাৎপর্য রয়েছে। ময়ূর পালকের শুভ দিক হিসাবে মনে করা হয় যে, শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মাথায় এটি পরিধান করেছিলেন। শ্রাবণ মাসে ময়ূরের পালকের গুরুত্ব আরও বেড়ে যায়। এমনটা বিশ্বাস করা হয় যে, পবিত্র এই মাসে ময়ূরের পালক সংক্রান্ত কিছু ব্যবস্থা গ্রহণ করা হলে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস, ময়ূরের পালক গ্রহের দোষ দূর করতে সাহায্য করে। আসুন জেনে নিই, শ্রাবণ মাসে ময়ূরের পালক দিয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়।
অর্থনৈতিক বৃদ্ধির জন্য- ময়ূরের পালক- অর্থনৈতিক উন্নতির জন্য বিশেষভাবে বিবেচিত হয়। বিশ্বাস অনুসারে, শ্রীকৃষ্ণ ও রাধারানির মন্দিরে ময়ূরের পালক দিয়ে পুজো করা উচিত। এর পর সেই ময়ূরের পালক রাখা যেতে পারে টাকার জায়গায় বা ভল্টে। এমনটা মনে করা হয় যে, ময়ূরের পালক অর্থের প্রবাহ ঠিক রাখে।
খারাপ দৃষ্টি কাটাতে- এমনটা মনে করা হয় যে, খারাপ দৃষ্টির কারণে কাজের অবনতি শুরু হয়। এর সাথে স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতি এড়াতে একটি রুপোর তাবিজে ময়ূরের পালক রেখে প্রতিদিন মাথায় রাখা যেতে পারে।
আরও পড়ুন ; বাড়িতে ভুল করেও এই গাছগুলি বসাবেন না, নষ্ট হয়ে যাবে সুখ-সমৃদ্ধি !
শত্রুদের শান্ত করতে- মঙ্গলবার হনুমানজির কপালে ময়ূরের পালকের উপরে সিঁদুর লাগিয়ে তাতে শত্রুর নাম লিখে সারারাত পূজার স্থানে রেখে দিন। পরদিন সকালে সেই ময়ূরের পালক জলে গিয়ে পড়ে। এটা বিশ্বাস করা হয় যে, এটি করলে শত্রুরা শান্ত হয়।
কালসর্প দোষ থেকে মুক্তি পান- শ্রাবণ মাসে ভগবান ভোলেনাথের পূজা করে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায়। যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে কালসর্প দোষ থাকে, তবে সেই ব্যক্তির বালিশে ৭টি ময়ূরের পালক রাখা উচিত। বিশ্বাস করা হয় যে, এই প্রতিকার করলে এই দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই প্রতিকারের সাথে যুক্ত একটি ধর্মীয় কিংবদন্তি অনুসারে, শ্রী কৃষ্ণও কালসর্প দোষ থেকে মুক্তি পেতে তাঁর মুকুটে একটি ময়ূর পালক পরিধান করেছিলেন।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)