এক্সপ্লোর
Advertisement
Astro tips : বুধবার এই কয়েকটি নিয়ম মানলেই অনুকূলে থাকবে বুধ, দূর হবে সকল বিঘ্ন !
বুধবার উপবাস রাখলে ব্যবসা-বাণিজ্যে কোনও বাধা আসে না। বুধবার উপবাস করলে এই দিনে প্রজ্ঞা লাভের আশীর্বাদ পাওয়া যায়।
কলকাতা : বুধ গ্রহকে বুদ্ধিমত্তার গ্রহ বলা হয়। বুধ যোগাযোগ স্থাপনে সাহায্য করে। বুধ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার বাড়ায় বলে মনে করা হয়। বুধ একটি শুভ গ্রহ, এটি অশুভ পরিস্থিতি তৈরি করলে নেতিবাচক ফলাফলও দেয়। কুণ্ডলীতে বুধের অবস্থান খারাপ হলে ত্বক সংক্রান্ত ব্যাধি দেখা দেয় এবং পড়াশোনায় মনোযোগের অভাব হয়। বুধবার কিছু বিশেষ উপায় অবলম্বন করলে বুধের শুভ প্রভাব থাকে। এই পদক্ষেপগুলি চাকরি এবং ব্যবসায় সাফল্য এনে দেয়।
বুধবার এই কাজগুলি করে দেখতে পারেন
বুধবার উপবাস রাখলে ব্যবসা-বাণিজ্যে কোনও বাধা আসে না। বুধবার উপবাস করলে এই দিনে প্রজ্ঞা লাভের আশীর্বাদ পাওয়া যায়। বুধবারের উপবাস বুধ গ্রহে শান্তি আনে এবং সম্পদ, শিক্ষা ও ব্যবসা বৃদ্ধি করে।
- বুধবার গুঁড়ো সিঁদুরের তিলক লাগিয়ে মা দুর্গা ও পার্বতী নন্দন গণেশের পুজো করতে হবে। এটি করলে দেবী দুর্গা ও গণেশের আশীর্বাদ পাওয়া যায়। তাঁর কৃপায় কোনও কাজে কোনও বাধা আসে না।
- বুধবার টাকা জমা করলে ঘরে সমৃদ্ধি আসে। বুধবার পরামর্শ, চিন্তাভাবনা এবং লেখালিখির জন্য সেরা দিন হিসাবে বিবেচিত হয়। এই দিনে ভগবান গণেশের পাশাপাশি ভগবান বিষ্ণুর পুজো করলে কর্মক্ষেত্রে উন্নতি হয়।
- সবুজ বা লাল রঙের কাপড় পরিধান করে এই দিনে পুজো করলে সমস্ত কাজ ঠিকঠাক।নুন ব্যবহার না করে মুগ থেকে তৈরি খাবার এই দিনে খেতে পারলে ভাল । এতে বুধ প্রসন্ন থাকে।
- বুধবার খাওয়ার আগে গঙ্গাজলের সঙ্গে কিছু তুলসী পাতা নিন। এরপর বুধ গ্রহ সংক্রান্ত উপাদান, যেমন দুর্বা ঘাস, আস্ত মুগ, ব্রোঞ্জের বাসন, নীল ফুল, সবুজ-নীল জামাকাপড় এবং হাতির দাঁত দিয়ে তৈরি জিনিস দানের আয়োজন করুন। এতে আয়ের নতুন উৎস তৈরি হয়।
- যাঁদের বুধে বিঘ্ন আছে, তাঁদের বুধের শান্তির জন্য পান্না পাথর পরিধান করা উচিত। তবে এর আগে একজন জ্যোতিষীর পরামর্শ নিন। বুধ দ্বারা প্রভাবিত মিথুন এবং কন্যা রাশির জাতকদের জন্য পান্না পাথর খুবই শুভ।
- বুধবার শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র জপ করুন।
- ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
জ্যোতিষ (Astro) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
জেলার
Advertisement