Weekly Astrology : কেরিয়ারে সুযোগ-অর্থ, এ সপ্তাহে কী রয়েছে আপনার ভাগ্যে ?
Weekly Horoscope : কী বলছে রাশিফল ? দেখে নিন একনজরে...
কলকাতা : আগামী সাতটা দিন (২০-২৬ মার্চ) কেমন যাবে আপনার ? কী বলছে রাশিফল ? দেখে নিন একনজরে...
মেষ : এ সপ্তাহ ব্যক্তিগত ও পেশাগত জীবনে নিজেকে প্রকাশ করার। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, যেখানে আপনার নেতৃত্ব দেওয়ার দক্ষতা প্রয়োজন। নিজের সক্ষমতা দেখাতে কোনও ভয় করবেন না। কারণ, আপনার দক্ষতা পুরস্কৃত ও স্বীকৃতি পেতে পারে। ব্যক্তিগত জীবনে কাছের মানুষের সঙ্গে গভীর আলোচনা করতে পারেন। নিজের অনুভূতি ও চিন্তা শেয়ার করতে পারেন।
বৃষ : এ সপ্তাহে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন ও সুযোগ আসতে পারে। কর্মস্থলে সহকর্মী ও ঊর্ধ্বতনদের সঙ্গে দ্বন্দ্ব-উদ্বেগ দেখা দিতে পারে। তাই কথোপকথনে পেশাগত দিক বজায় রাখুন। আর্থিক দিকে কিছু অপ্রত্যাশিত খবর বা সুযোগ পেতে পারেন।
মিথুন : এ সপ্তাহে উত্থান-পতন দুই-ই দেখতে পারেন। তবে, দুটো বিষয়কেই আপনি সহজভাবে নেবেন। কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে, নিজের লক্ষ্যে ফোকাস করার জন্য এটা ভাল সময়। কঠোর পরিশ্রম করতে হতে পারে। কিন্তু, দীর্ঘমেয়াদি ক্ষেত্রে আপনি লাভবান হবেন। ব্যক্তিগত ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার ক্ষেত্রে সময়টা ভাল। শারীরিক ও মানসিকভাবে নিজের যত্ন নিন।
কর্কট : নিজের লক্ষ্যে অবিচল থাকুন। কেরিয়ার ও আর্থিক দিকে, কিছু অপ্রত্যাশিত বাধার মুখে পড়তে পারেন। ধৈর্য্য ধরার চেষ্টা করুন। ইতিবাচক মানসিকতা রাখুন। ভালবাসার মানুষের সঙ্গে যদি কোনও বিবাদ থেকে থাকে তবে এই সময় শান্তভাবে তা মিটিয়ে নিন। পর্যাপ্ত বিশ্রাম নিন, স্বাস্থ্যকর খাবার খান ।
সিংহ : নিজেকে আরও বেশি স্বাধীন ভাবতে পারেন এই সময়ে। নিজের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী থাকবেন। নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কেরিয়ারে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। সম্পর্কে উদ্বেগ বাড়তে পারে।
কন্যা : নিজের চিন্তা ও আইডিয়া অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা হতে পারে। এমন কোনও পরিস্থিতিতে পড়তে পারেন, যেখানে আপনাকে বোঝাপড়ার মাধ্যমে কোনও উপকার পেতে আপোশ করতে হতে পারে। পেশাগত জীবনে, কঠোর পরিশ্রমের স্বীকৃতি ও প্রশংসা পেতে পারেন। প্রোমোশন পেতে পারেন। পেশাগত ক্ষেত্রে নিজের কথাবার্তা সংযত করার প্রয়োজন রয়েছে। যদি আপনি যত্ন না নেন তাহলে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। অন্যের কথা শুনুন এবং নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করুন।
তুলা : ব্যক্তিগত ও পেশাগত জীবনে এ সপ্তাহে কিছু ইতিবাচক বিষয় ঘটতে পারে। ব্যক্তিগত লক্ষ্যে পৌঁছনোয় নজর দেওয়ার চেষ্টা করতে পারেন। ভালবাসার মানুষের সাহায্য ও উৎসাহ পেতে পারেন। সামাজিক কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন। কাজের ক্ষেত্রে বা আর্থিক বিষয়ে কিছু ভাল খবর পেতে পারেন। সপ্তাহের শেষ দিকে সম্পর্কে শান্তির খোঁজ।
বৃশ্চিক : ভবিষ্যৎ নিয়ে একদিকে আশাবাদী ও উৎসাহী থাকবেন। অন্যদিকে, ধন্দ ও ভয়ের কারণে আপনি পিছটান বোধ করতে পারেন। কিন্তু, ভাল বিষয় হচ্ছে যে, এইসব চ্যালেঞ্জের মোকাবিলা করার যোগ্যতা আপনার আছে। নিজের লক্ষ্যে অবিচল থাকুন।
ধনু : এ সপ্তাহে রুটিনের বাইরে বেরনোর ইচ্ছা হতে পারে। ঝুঁকি নেওয়ার চেষ্টা করতে পারেন। তবে দেখবেন, ঝুঁকি যেন বেশি না হয় এবং অন্যকে বিপদে ফেলবেন না। কেরিয়ারে নিজে উজ্জীবিত থাকবেন। তবে, কাজকে অগ্রাধিকার দিন। সহকর্মী ও উর্ধ্বতনদের সঙ্গে পরিষ্কার কথা বলুন। অন্যথা, ভুল বোঝাবুঝি হতে পারে।
মকর : এ সপ্তাহে সহকর্মী ও ব্যবসার পার্টনারের সঙ্গে দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে। শান্ত থাকা প্রয়োজন। খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন না। রোম্যান্টিক সম্পর্কে সৎ থাকার চেষ্টা করুন।
কুম্ভ : এ সপ্তাহটা আপনার জন্য ভাল। কারণ, ব্যক্তিগত ও পেশাগত জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। অন্যান্য সময়ের থেকে বেশি আশাবাদী ও উৎসাহী থাকবেন। নতুন জায়গায় যাওয়ার, নতুন আগ্রহ খুঁজে বের করার জন্য এটা ভাল সময়। বন্ধুবান্ধব ও ভালবাসার মানুষদের সঙ্গে সময় কাটাতে পারেন। যা উপভোগ করবেন। এমনকী পছন্দসই নতুন মানুষদের সঙ্গেও দেখা হতে পারে।
মীন : কী স্বপ্ন দেখছেন ? সেদিকে এবার একটু নজর দিন। অন্য কারও সঙ্গে আবেগের গভীর সম্পর্ক তৈরির আগ্রত দেখাতে পারেন। কেরিয়ারে কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে। যার জন্য আপনাকে কিছু হটকে চিন্তা করতে হবে। ঝুঁকি নেওয়ার ভয় পাবেন না।
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।