Daily Astro:সপ্তাহান্তে 'রিল্যাক্সড' থাকতে পারেন কোন রাশির জাতকরা? কাদের রাগ নিয়ন্ত্রণ দরকার? জেনে নিন রবিবারের রাশিফল
Rashifal:গ্রহের গতিবিধি অনুযায়ী, বৃষ রাশির জাতক-জাতিকারা আগামীকাল কিছুটা 'রিল্যাক্সড' থাকতে পারেন, সিংহ রাশির জাতকরা আবার কর্মক্ষেত্র সংক্রান্ত বিতর্ক থেকে দূরত্বে থাকবেন। আর কী বলছে রবিবারের রাশিফল?
কলকাতা: রাশিফল অনুসারে, আগামীকাল অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার একটি গুরুত্বপূর্ণ দিন। গ্রহের গতিবিধি অনুযায়ী, বৃষ রাশির জাতক-জাতিকারা আগামীকাল কিছুটা 'রিল্যাক্সড' থাকতে পারেন। সিংহ রাশির জাতকরা আবার কর্মক্ষেত্র সংক্রান্ত কোনও বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখবেন। বাকি সব রাশির জাতকদের জন্য রবিবার কেমন যাবে?
মেষ (Aries Horoscope) - কাজের জায়গায় একই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সে ব্যাপারে সচেতন থাকা জরুরি। না হলে ক্ষতির আশঙ্কা। তাই যা কাজই করুন না কেন, বাড়তি সতর্কতা দরকার। যাঁরা বংশপরম্পরায় চলে আসা কোনও ব্যবসা চালাচ্ছেন, তাঁরা পরিবারের প্রবীণদের পরামর্শ উপেক্ষা কোনও সিদ্ধান্ত না নিলেই শ্রেয়। অল্পবয়সিরা হুট করে মাথা গরম করলে বিপদের সম্ভাবনা। তাই মেজাজ নিয়ন্ত্রণে রাখুন।
বৃষ(Taurus Horoscope) - পরিবারের কিছু বিষয় নিয়ে হতাশা তৈরি হতে পারে। তাই পারিবারিক সম্পর্কগুলি সম্পর্কে বাড়তি যত্নশীল হতে পারলে ভাল। স্বাস্থ্যের দিকে খেয়াল করুন। বিশেষত, দীর্ঘদিন ধরে সর্দিকাশির সমস্যায় ভুগতে থাকলে ফেলে রাখবেন না। দ্রুত ডাক্তার দেখানো জরুরি।
মিথুন রাশি (Gemini Horoscope) - কাজ সংক্রান্ত ইতিবাচতক অভিজ্ঞতা হতে পারে। আপনার সমস্ত কাজ সময়ে শেষ হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে নিয়ে তুষ্ট থাকবেন। তবে সাফল্য পেতে হলে আরও একটু পরিশ্রম জরুরি। ব্যবসায়ীদের ক্ষেত্রে রবিবারটি চিন্তার হতে পারে।
কর্কট রাশি (Cancer Horoscope) - পরিবার ও ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তা আপনার মাথায় আসতে পারে। স্ট্রেস বাড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কোনও ভাবেই রাগ যেন নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। ভাজাভুজি খাবার যথাসম্ভব এড়িয়ে চলতে পারলে মঙ্গল। আশপাশ যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, না হলে 'জার্ম'থেকে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সিংহ রাশি (Leo Horoscope) - ভাল-মন্দ দুরকম চিন্তা এদিন মাথায় আসতে পারে। আগে থেকে সেই মতো প্রস্তুত থাকা দরকার। অল্পবয়সিদের উপর সূর্যদেবের তীব্র প্রভাব থাকার কথা। সাহসিকতার ফল পাবেন। বাড়িতে আরও বেশি দায়িত্ব পালন করার সম্ভাবনা থাকছে।
কন্যা রাশি (Virgo Horoscope)- ব্যবসায়ীরা এদিন কোনও ঋণ নেবেন না। অল্পবয়সিদের ক্ষেত্রে পরামর্শ, কেউ সাহায্য় চেয়ে বাড়ি এলে তাঁর পাশে দাঁড়ান। ওষুধ খাওয়ার আগে অবশ্যই 'এক্সপায়ারি ডেট'যাচাই করে নেবেন।
তুলা রাশি (Libra Horoscope) - কাজের জায়গায় নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। বস তথা গোটা সংস্থার পরীক্ষার মুখোমুখি হতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় যাঁরা জড়িত, তাঁদের জন্য আগামীকাল ভাল মুনাফার যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি (Scorpio Horoscope) - পরিবারের সঙ্গে কোনও ছোটখাটো 'ট্রিপ'-এ যাওয়ার সুযোগ আসতে পারে। এতে মানসিক দিক থেকে অনেকটা শান্তি পাবেন। সার্বিক ভাবে ভাল দিন, তবে ছোটখাটো কোনও অসুস্থতাও উপেক্ষা করবেন না। সামান্য কোনও অসুবিধা হলেও ডাক্তারের কাছে যান।
ধনু রাশি (Sagittarius Horoscope) - কর্মক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট দক্ষতার পরীক্ষা হতে পারে। তা ছাড়া ঘনিষ্ঠ সহকর্মীদের থেকে সাবধান। এঁরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। কাজেই সতর্ক থাকুন। ব্যবসায়ীরা গ্রাহকদের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না।
মকর রাশি (Capricorn Horoscope) - বর্তমানে যা পরিস্থিতি, তাতে নিজেকে নিয়ত 'আপডেটেড'রাখা জরুরি। পরিবারের সকলের সঙ্গে বসে ভজন-কীর্তন করতে পারলে ভাল। স্বাস্থ্যের যত্ন নিন। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। আগে থেকে অবসাদে ভুগলে এদিন কোনও বাড়তি স্ট্রেস না নেওয়াই বাঞ্ছনীয়।
কুম্ভ রাশি (Aquarius Horoscope) - নেতিবাচক চিন্তার জন্য কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা, তাই অন্যের কথায় বেশি কান দিলেই ভাল। ব্যবসায়ীরা কী ভাবে কাজের পরিসর বাড়াতে পারেন, তা নিয়ে চিন্তা করুন।
মীন রাশি (Pisces Horoscope)- - পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তার সময় কী বলছেন, সে দিকে বিশেষ ভাবে খেয়াল রাখা দরকার। বাকসংযম অত্যন্ত জরুরি। সার্বিক ভাবে সুস্থ থাকার কথা, তবে কোমর বা পিঠের কোনও ব্যথা ভোগাতে পারে। তাই এদিন অন্তত ঝুঁকে কাজ করবেন না।
(তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি)
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।