Bengal SIR।পঞ্চায়েত, বিডিও কিংবা ওয়ার্ড অফিসে দিতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা :সুপ্রিম কোর্ট
ABP Ananda LIVE : পঞ্চায়েত, ওয়ার্ড ও BDO অফিসে ঝোলাতে হবে লজিক্য়াল ডিসক্রিপেন্সির তালিকা। দিতে হবে নথি জমার রিসিট, বলল সুপ্রিম কোর্ট। প্রথম থেকেই তৃণমূল দাবি করে আসছে, 'লজিকাল ডিসক্রিপেন্সি'র নামে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু সেই তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন। আজ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ৩ দিনের মধ্যে ওই 'লজিকাল ডিসক্রিপেন্সি' থাকা ভোটারদের নামের তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, কোন কোন নথিপত্র নেওয়া হচ্ছে, তার রসিদ দিতে হবে ভোটারকে। কমিশনের আইনজীবীর কাছে বিচারপতি দীপঙ্কর দত্ত জানতে চান, Acknowlegment Slip দিতে অসুবিধা কোথায় আছে?
এই সবের মধ্যেই বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব। তৈরি থাকো। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।



















