Bajaj Freedom CNG: বিশ্বের প্রথম সিএনজি বাইক এবার আরও সস্তা ! ১০০ কিমি মাইলেজের এই বাইক এখন কত দামে পাবেন ?
Bajaj Freedom 125 Discount: বাজাজ ফ্রিডম ১২৫-এর ডিজাইন দারুণ আকর্ষণীয় এবং এটি তরুণ-তরুণী ও তাদের পরিবারের কথা ভেবে ডিজাইন করা হয়েছে।

Auto News: বাজাজ অটো সম্প্রতি তাদের বিখ্যাত মডেল বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি বাইকের দামে ব্যাপক ছাড় ঘোষণা করেছে। এটিই এখন বিশ্বের প্রথম সিএনজি বাইক আর এর দামেই ব্যাপক কাটতি করা হয়েছে। এখন নতুন বাজাজ ফ্রিডম ১২৫ (Bajaj Freedom 125 CNG) সিএনজি বাইকের এক্স শোরুম দাম পড়বে ৮৫,৯৭৬ টাকা। অর্থাৎ এই বাইকের দাম এক ধাক্কায় ৫ হাজার টাকা কমানো হয়েছে। সমাজমাধ্যমে এই সংস্থা বার্তা দিয়েছে বাইকপ্রেমীদের উদ্দেশ্যে।
এই ডিসকাউন্ট কেবলমাত্র এই বাইকের বেস ভ্যারিয়ান্টেই পাবেন। অর্থাৎ যার নাম এনজিও৪ ড্রাম ভ্যারিয়ান্ট। তবে এই অফার সীমিত সময়ের (Bajaj Freedom 125 CNG) জন্য। ফ্রিডম ১২৫ বাইকটি মোট ৩টি ভ্যারিয়ান্টে বাজারে পাওয়া যায়। এর মিড-স্পেক এনজি০৪ ড্রাম এলইডি ও টপ লাইন এনজি০৪ ডিস্ক ব্রেক ভ্যারিয়ান্টের দামে কোনও বদল করা হয়নি। বাজাজ ফ্রিডম ১২৫ বাইকে রয়েছে একটি শক্তিশালী ১২৫ সিসির ইঞ্জিন, যা দারুণ মাইলেজের সঙ্গে দারুণ শক্তিও দিয়ে থাকে।
বাজাজ ফ্রিডম ১২৫-এর ডিজাইন
বাজাজ ফ্রিডম ১২৫-এর ডিজাইন দারুণ আকর্ষণীয় এবং এটি তরুণ-তরুণী ও তাদের পরিবারের কথা ভেবে ডিজাইন করা হয়েছে। এই বাইকে (Bajaj Freedom 125 CNG) আপনি দারুণ দারুণ সব ফিচার্স পাবেন, যেমন ডিজিটাল ডিসপ্লে, এলইডি লাইট, আরামদায়ক সিটিং ইত্যাদি। আর এর আরামদায়ক সিটিং ফিচার্স এই বাইককে অনন্য করে তুলেছে।
কত মাইলেজ দেবে এই বাইক
এই বাইক শুধু যে এর ডিজাইনের জন্য পরিচিত বা সকলের পছন্দের এমন নয়। এর দাম অত্যন্ত সাশ্রয়ী এবং এর সঙ্গে এই বাইকে মাইলেজও ভাল পাওয়া যায়। এই বাইকে আপনি সহজেই প্রতি এক কেজি সিএনজিতে ৬০-৬৫ কিমি যেতে পারবেন অনায়াসে। ফলে জ্বালানির খরচ অনেক কম হয়।
এই বাইকে ফিচার্সের মধ্যে রয়েছে এলইডি ডিসপ্লে, এলইডি লাইট, আরামদায়ক সিটিং বিন্যাস যা একে দীর্ঘ দূরত্ব ভ্রমণের জন্য অনন্য করে তুলেছে। এটি পেট্রোল মোডে ১৩০ কিমি মাইলেজ দেয়। আর এই দুই জ্বালানি মিলিয়েই ৩৩০ কিমি পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে।
এই বাইকের দাম যেমন কমল, তেমনি রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় বাইকের দাম আবার বেড়ে গিয়েছে সম্প্রতি। রয়্যাল এনফিল্ড বুলেট বাইকের দাম ২ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আলাদা আলাদা ভ্যারিয়ান্টের উপর নির্ভর করে এর দাম বেড়েছে একেক রকম হারে।






















