Honda Activa vs TVS Jupiter: নয়া প্রযুক্তি এবং উন্নত সব ফিচার্স সহ হোন্ডা বাজারে এনেছিল অ্যাক্টিভা ১২৫ মডেলটি। এই স্কুটারের নয়া ভার্সনও এসেছে বাজারে যাতে সবথেকে বড় বদল হল ৪.২ ইঞ্চির টিএফটি স্ক্রিন। টিভিএসের জুপিটার ১২৫ স্কুটারের (Best Mileage Scooter) সঙ্গে জোর টক্কর চলে বাজারে এই হোন্ডা ১২৫-এর। দেখে নিন মাইলেজের দিক থেকে কোন স্কুটার (Honda Activa 125) এগিয়ে, কোন স্কুটারের কেমন পাওয়ারট্রেন বা দাম ইত্যাদি বিস্তারিত বিষয়গুলি।
নতুন হোন্ডা অ্যাক্টিভা ১২৫ দুটি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে, যার প্রারম্ভিক এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৯৪ হাজার ৪২২ টাকা থেকে। টিভিএস জুপিটারের কথা বললে এর ড্রাম অ্যালয় ভ্যারিয়ান্টের দাম ৭৯,২৯৯ টাকা, ডিস্ক ভ্যারিয়ান্টের দাম ৮৪,০০১ টাকা। এছাড়া এর স্মার্টকানেক্ট মডেলের দাম ৯০,৪৮০ টাকা।
Honda Activa 2025
নতুন হোন্ডা অ্যাক্টিভা-তে যে টিএফটি ডিসপ্লে রয়েছে তাতে ফোনে আসা নোটিফিকেশন স্কুটারের স্ক্রিনে দেখা যাবে। কল অ্যালার্টের সঙ্গে নেভিগেশন অ্যাসিস্টের ফিচার্সও দেখতে পাবেন আপনি। এতে আবার টাইপ সি ইউএসবি চার্জিং পোর্টও রয়েছে। যে কোনো জায়গায় নিজেদের মোবাইল চার্জ করতে পারবেন এই স্কুটারে। হোন্ডা অ্যাক্টিভার নয়া মডেলে এক লিটার পেট্রোলে যাওয়া যাবে ৫০ কিমি রাস্তা।
TVS Jupiter 125
টিভিএস জুপিটার স্কুটারে আপনি একটি দীর্ঘ আরামদায়ক সিট পেয়ে যাবেন বসার জন্য। সিটের নিচে ৩২ লিটার বুট স্পেস পাবেন যেখানে দুটি ফুল কেস হেলমেট সহজেই রাখা যাবে। এতে একটি অ্যানালগ সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এছাড়াও জ্বালানি ভরার জন্য সামনেও একটি ইনলেট রয়েছে। স্কুটারের সামনে মোবাইল রাখার কেস রয়েছে, এছাড়া মোবাইল চার্জ দেওয়ার সুবিধে এতেও পেয়ে যাবেন। তবে হোন্ডা অ্যাক্টিভার থেকে এই স্কুটারে মাইলেজ বেশি পাওয়া যাবে। টিভিএস জুপিটারে এক লিটার পেট্রোলে আপনি ৫৫ কিমি রাস্তা যেতে পারবেন।
হোন্ডা এর মধ্যে বাজারে ১২৫ সিসির (Honda Bikes) একটি নতুন বাইক নিয়ে এসেছে। বাজারের বাড়তি চাহিদার (Bike News) কথা মাথায় রেখেই হোন্ডার এসপি ১২৫ বাইকের নয়া ভার্সন এনেছে বাজারে। এতে আরও অনেক আপডেটও এসেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Multibagger Stock: কয়েক বছরেই ১ লাখ থেকে ৩০ লাখ রিটার্ন, এই স্টক কেনা থাকলে কোটিপতি হতেন
Car loan Information:
Calculate Car Loan EMI