GST: বাইক-স্কুটারে আকাশছোঁয়া জিএসটি ! কর আরোপ নিয়ে সরব বাজাজ অটোর সিইও
Rajiv Bajaj: রাজীব বাজাজ জানান যে সমস্ত গাড়িগুলি সিএনজিতে চলে সেগুলি আদপে পরিবেশ বান্ধব গাড়ি হিসেবে ধার্য করা হয়। এতদসত্ত্বেও এই সিএনজি গাড়ি বাইকে ২৮ শতাংশ কর দিতে হয় ক্রেতাদের।
Rajiv Bajaj: দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা সংস্থা বাজাজ অটোর সিইও রাজীব বাজাজ সম্প্রতি যানবাহনের উপর কর আরোপ (GST on Cars and Bikes) নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজীব বাজাজ এর আগেও বহুবার বলেছেন, গাড়ির উপর ২৮ শতাংশ জিএসটি (Bajaj Auto) নেওয়ার বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে একদিকে সরকার যেমন বৈদ্যুতিন গাড়ি বাইকের উপর ৫ শতাংশ কর নিচ্ছে, অন্যদিকে সিএনজি বাইকের (CNG Bike GST) উপর ২৮ শতাংশ জিএসটি ধার্য করছে। বাজাজ অটো সম্প্রতি বিশ্বের প্রথম সিএনজি বাইক ফ্রিডম ১২৫ নিয়ে এসেছে ভারতের বাজারে।
সিএনজি বাইকেও দিতে হবে ২৮ শতাংশ জিএসটি
রাজীব বাজাজ জানান যে সমস্ত গাড়িগুলি সিএনজিতে চলে সেগুলি আদপে পরিবেশ বান্ধব গাড়ি হিসেবে ধার্য করা হয়। এতদ সত্ত্বেও এই সিএনজি গাড়ি বাইকে ২৮ শতাংশ কর দিতে হয় ক্রেতাদের। সিএনজি বাইকের উপর কর ছাড়ের (GST on Cars and Bikes) দাবি তুলেছেন রাজীব বাজাজ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজীব বাজাজ জানান যে বাইকের থেকে বৈদ্যুতিন স্কুটার অনেক বেশি বিক্রি হচ্ছে বাজারে। আর তাই বাজাজ অটো সংস্থা পুজোর আগেই ১ লক্ষ সিএনজি বাইক বিক্রি করার লক্ষ্যমাত্রা নিয়েছে। ভবিষ্যতেও বাজাজ অটো সংস্থা আরও অনেক পরিবেশবান্ধব যানবাহন নিয়ে আসবে বলেই আশ্বাস দিয়েছেন রাজীব বাজাজ। তিনি এও জানিয়েছেন যে আগামীতে আরও একটি সিএনজি বাইক আনতে চলেছে বাজাজ সংস্থা।
ইথানল চালিত বাইক ও থ্রি-হুইলার আনবে বাজাজ
রাজীব বাজাজ সেই সাক্ষাৎকারে জানান যে সংস্থা সম্প্রতি উদ্যোগ নিয়েছে ইথানল-চালিত বাইক ও থ্রি-হুইলার নিয়ে আসবে যে প্রক্রিয়া শুরু হবে আগামী মাসের মধ্যেই। ২০২৫ সালে বাজারে (GST on Cars and Bikes) নিয়ে আসা হবে এই ইথানল চালিত বাইক ও থ্রি-হুইলার। এছাড়াও আগামী অর্থবর্ষে সংস্থা সাশ্রয়ী প্রিমিয়াম বৈদ্যুতিন স্কুটার নিয়ে আসবে বাজাজ অটো। আগামী বছর একটি নতুন চেতক প্ল্যাটফর্মও বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে। রাজীব বাজাজ জানান বাইকের থেকে ইভি সেগমেন্টে স্কুটারগুলি বেশি ভাল পারফর্ম করছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Telegram App Contro: নিষিদ্ধ হবে টেলিগ্রাম অ্যাপ ? সরকার করছে এই দাবি