Kawasaki Bikes: কাওয়াসাকির এই বাইকে বড় ছাড় ! ৪০ হাজার টাকা কমে পাবেন দুরন্ত ফিচার্স আর সেরা মাইলেজ
Bike Discount Offer: এই পারফরম্যান্স সম্পৃক্ত মডেলটিতে রয়েছে দুরন্ত মানের ৯৪৮ সিসির ইনলাইন ৪ সিলিন্ডারের ইঞ্জিন। এতে সর্বোচ্চ ১২৪ বিএইচপি শক্তি উৎপন্ন হয় ৯৫০০ আরপিএমে এবং ৯৯ এনএম টর্ক উৎপন্ন হয়।

Bike Discount Offer: কাওয়াসাকি ইন্ডিয়া সম্প্রতি একটি ঝাঁ-চকচকে নতুন বাইক নিয়ে এসেছে ভারতের বাজারে আর এই বাইকে ঠাসা রয়েছে ভরপুর প্রযুক্তি। কিছুদিন আগে বাজারে এলেও ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই বাইকটি। এর নাম কাওয়াসাকি জেড ৯০০ (Kawasaki Z900)। আর এখন এই বাইকের বিপুল ছাড় দিচ্ছে সংস্থা। সীমিত সময়ের জন্য মিলছে এই ছাড়ের সুযোগ। এক ধাক্কায় ৪০ হাজার টাকা কমে পাওয়া যাবে এই বাইকটি (Kawasaki Bikes)। তবে আগামী ৩১ মে তারিখের মধ্যে কিনলে তবেই এই ছাড় পাওয়া যাবে, এছাড়া এই বাইকের স্টক থাকলে তবেই কেনা যাবে। নতুন স্টকের মডেলে কোনও ছাড় মিলবে না।
তবে মনে রাখতে হবে এই ছাড় মূলত ভাউচারের ফর্মে দেওয়া হবে গ্রাহকদের। এই ভাউচার বাইকের মূল এক্স শোরুম দামের সঙ্গে রিডিম করতে বা সুবিধে নিতে পারবেন ক্রেতারা। এর মাধ্যমে এই বাইকের দাম অনেকটা কমে আসবে। একবার এই ছাড় প্রযোজ্য হলে কাওয়াসাকি জেড ৯০০ বাইকের দাম নেমে আসবে ৯.৯৮ লক্ষ টাকায়।
ইঞ্জিন ও ক্ষমতা
এই পারফরম্যান্স সম্পৃক্ত মডেলটিতে রয়েছে দুরন্ত মানের ৯৪৮ সিসির ইনলাইন ৪ সিলিন্ডারের ইঞ্জিন। এতে সর্বোচ্চ ১২৪ বিএইচপি শক্তি উৎপন্ন হয় ৯৫০০ আরপিএমে এবং ৯৯ এনএম টর্ক উৎপন্ন হয়, ৭৭০০ আরপিএমে। এই ইউনিটটিতে ৬ স্পিডের গিয়ারবক্স লাগানো রয়েছে।
সেরা ফিচার্স
এই কাওয়াসাকি বাইকের সেরা ফিচার্স বা উপাদানগুলির মধ্যে রয়েছে ট্রেলিস ফ্রেম, সামনের চাকায় আপসাইড-ডাউন ফর্ক, অন্যদিকে পিছনের চাকায় রয়েছে মনোশক। সুরক্ষার জন্য এই বাইক ডুয়াল ৩০০ মিমি ডিস্ক ব্রেকের সঙ্গে আসে সামনের চাকায়। অন্যদিকে পিছনের চাকাতে লাগানো রয়েছে ২৫০ মিমি রিয়ার ডিস্ক। এতেও আবার আবশ্যিকভাবে ইনস্টল করা রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম।
উল্লেখযোগ্য ফিচার্স
এই বাইকের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে পাওয়ার মোড, মাল্টিপল রাইডিং মোড, ট্রাকশন কন্ট্রোল, ফুল এলইডি হেডলাইট, ব্লুটুথ এনেবলড ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল।
অন্যান্য বাইকে ছাড়
গ্রাহকদের আকৃষ্ট করতে বড় উদ্যোগ বাজাজ অটো সংস্থার। বাজাজ পালসার বাইকে এবার বিপুল ছাড় মিলছে। এপ্রিল মাসে এই বাইক কিনলে বড় ছাড় পাবেন আপনিও। বাজাজ অটোর তরফ থেকে এই ছাড় ঘোষণা করা হয়েছে বাজাজ পালসারের কিছু নির্দিষ্ট মডেলের জন্য। এক ধাক্কায় বাজাজ পালসারের কিছু মডেলে আপনি ৭৩০০ টাকার ছাড় পাবেন আপনি।



















