সোমনাথ চট্টোপাধ্যায়: মারুতি ব্রেজা ২০২২ আর নেক্সন আইসিএনজি- সিএনজি (CNG Cars) মডেলের দুনিয়ায় এখন যুযুধান এই গাড়ি। ডিজেল গাড়ির ক্ষেত্রে মানুষের চাহিদা কমে যাচ্ছে সাবকম্প্যাক্ট এসইউভির জন্য, আর তাই বাজারে ধীরে ধীরে জাঁকিয়ে বসছে সিএনজি মডেলের নতুন গাড়িগুলি। সিএনজি স্টেশনে গ্যাস ভরানোর জন্য বিশাল লাইনে দাঁড়ানোর কষ্ট দূরে রাখলে বাকি সব দিকে গাড়িপ্রেমীদের নজর কাড়ছে এই সিএনজি মডেলগুলি। অনেক কম রানিং কস্ট এবং ফ্যাক্টরি ফিটিংয়ের কারণে সিএনজি গাড়ি কিনে মনে অনেকেই শান্তি পান।
বাজারে এখন আগে থেকেই মারুতির ব্রেজা (Maruti Brezza) মডেল ছিলই সিএনজির দুনিয়ায়। তবে এবার সেই দুনিয়ায় নিজেদের অস্তিত্ব জাহির করতে চলেছে টাটা মোটরস। আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে টাটার নেক্সন আইসিএনজি (Nexon iCNG)। পোর্টফোলিওতে সিএনজি মডেল রাখতে চলেছে টাটা। ফলে ব্রেজাকে এবার পাল্লা দেবে নেক্সন। বাজারে প্রতিযোগিতা বাড়ল।
মারুতি ব্রেজা
প্রথমে সিএনজি মডেল হিসেবে ব্রেজার (Maruti Brezza CNG) দিকেই একটু নজর দেওয়া যাক। LXi, VXi এবং ZXi এই তিন ধরনের ট্রিমে পাওয়া যাচ্ছে ব্রেজা সিএনজি। ২০২২ সালে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল এই গাড়ি। আর লঞ্চ হতেই ৫০ হাজার বুকিং হয়েছিল সংস্থার কাছে। এতে রয়েছে একটা ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন এবং ফ্যাক্টরি ফিটেড সিএনজি সিলিন্ডার। ৫ স্পিডের ম্যানুয়াল মোটর ইঞ্জিন রয়েছে এই গাড়িতে যেখানে 87 bhp এবং 121Nm ক্ষমতা তৈরি হয়। মাত্র ৯.৩ লাখ টাকা থেকে শুরু হয় এই গাড়ির দাম।
নেক্সন আইসিএনজি
অন্যদিকে Nexon iCNG এই প্রথম সম্ভবত কনসেপ্ট (Bharat Mobility Show) হিসেবে দেখানো হয়েছে ভারত মোবিলিটি শোয়ে যেখানে একটি টার্বো পেট্রোল পাওয়ারট্রেনের সঙ্গে টুইন সিলিন্ডার সিএনজি টেকনোলজি রয়েছে আর এই টুইন সিলিন্ডার প্রযুক্তি টাটা অন্যান্য সিএনজি গাড়ির মধ্যেও বেশ কিছুতে দেখা যায়। এটাই প্রথম টার্বো পেট্রোল সিএনজি গাড়ি যেখানে দুটো ট্যাঙ্ক থাকার পরেও বুট স্পেসে কোনও কমতি রাখা হয়নি। ফ্লোরের নিচেরি রাখা হয়েছে সিএনজি ট্যাঙ্ক যাতে স্পেস বাড়ে এবং সিএনজির অন্যান্য গাড়ির (Nexon iCNG) মত সমস্যা দূর হয়ে যায়। অন্যান্য সিএনজি গাড়ির মত এতেও সিঙ্গল ইসিইউ, ডিরেক্ট স্টার্ট রয়েছে। দাম যদিও ব্রেজার মডেলের থেকে এই টাটা নেক্সনে ১ লাখ টাকা বেশি পড়বে।
আরও পড়ুন: Tata Motors: আসছে টাটা নেক্সনের সিএনজি মডেল ! ভারত মোবিলিটি শো-তে বিরাট চমক
Car loan Information:
Calculate Car Loan EMI