
Ola Electric Scooter: গেরুয়া রঙে ভারতে আসছে ওলা এস১ এবং ওলা এস১ প্রো, আরও ৫টি নতুন রঙে লঞ্চ হবে ওলা এস১ ইলেকট্রিক স্কুটার
Electric Scooter: ভারতে ওলা ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে ৯৯,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে ১,৩৯,৯৯৯ টাকা থেকে।

Ola Electric Scooter: ওলা ইলেকট্রিক (Ola Electric) সংস্থা জানিয়েছে তারা তাদের ওলা এস১ (Ola S1) এবং ওলা এস১ প্রো (Ola S1 Pro) - এই দুই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে স্পেশ্যাল গেরুয়া রঙে। এছাড়াও নতুন আরও পাঁচটি রঙে ভারতের বাজারে আসছে ওলা এস১ ইলেকট্রিক স্কুটার। Marshmallow, Millennial Pink, Anthracite Grey, Midnight Blue এবং Matt Black- এই পাঁচটি রঙে লঞ্চ হবে ওলা ইলেকট্রিক স্কুটার। জানা গিয়েছে, এই সমস্ত রঙের শেড মিলিয়ে ভারতে ওলা এস১ মডেল মোট ১১ টি রঙের ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। ভারতের বাজারে ওলা এস১ ইলেকট্রিক স্কুটার পাওয়া যাবে Porcelain White, Nep Mint, Coral Glam, Jet Black, Liquid Silver, Marshmallow, Millennial Pink, Anthracite Grey, Midnight Blue, Matt Black এবং গেরুয়া রঙে। অন্যদিকে ওলা এস১ প্রো মোট ১২টি রঙে উপলব্ধ রয়েছে ভারতে। এই ইলেকট্রিক স্কুটার পাওয়া যাবে Porcelain White, Marshmellow, Matte Black, Khaki, Liquid Silver, Neo Mint, Millenial Pink, Coral Glam, Anthracite Grey, Jet Black, Midnight Blue এবং গেরুয়া রঙে। অনুমান, গেরুয়া রঙের ইলেকট্রিক স্কুটার সহজেই বাজারে উপলব্ধ হবে। তবে ওলা এস১ এবং ওলা এস১ প্রো- এই দুই ইলেকট্রিক স্কুটারের নতুন রঙের ভ্যারিয়েন্ট খুব দ্রুত ভারতে পাওয়া যাবে। যদিও ওলা ইলেকট্রিকের ওয়েবসাইটে এখনও এই প্রসঙ্গে কিছু আপডেট পাওয়া যায়নি।
Today onwards, both S1 and S1 Pro will be available in all 10 colours.
— Bhavish Aggarwal (@bhash) January 7, 2023
Also our Gerua (orange) colour, which was launched only for Holi last year, will now be available on both S1 and S1 Pro.
Many customers were asking for these changes and glad we could get it done!
ভারতে ওলা ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে ৯৯,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে ১,৩৯,৯৯৯ টাকা থেকে। গতমাসে ওলা কর্তৃপক্ষ Move OS3- এর রোল আউট শুরু করেছে। ওলা এস১ প্রো এবং ওলা এস১- এই ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে এই রোল আউট হচ্ছে।
Ola Maps
অচেনা রাস্তায় স্কুটার চালানোর ক্ষেত্রে ভরসা ম্যাপ। আজকাল স্মার্টফোনেই থাকে গুগল ম্যাপ। এছাড়াও রয়েছে একাধিক অ্যাপ। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে ওলা কোম্পানির। জানা গিয়েছে, ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ ওলা ম্যাপ লঞ্চ করতে চলেছে। তবে এই ম্যাপ ব্যবহার করা যাবে ওলার ইলেকট্রিক যানবাহনে। সম্প্রতি ট্যুইট করে এমনটাই জানিয়েছেন ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল। ট্যুইটে ভাবিশ একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে ম্যাপের ইন্টারফেস। এর পাশাপাশি বোঝা গিয়েছে যে ওলা ইলেকট্রিক সংস্থা একটি ডেভেলপার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস তৈরি করছে। এর সাহায্যে অন্যান্য লোকজন ওলা ম্যাপ ব্যবহার করার সুযোগ পাবেন। আপাতত ওলা ইলেকট্রিক স্কুটারের গুগল ম্যাপের সাপোর্ট রয়েছে। তবে নতুন ভাবে ওলা কর্তৃপক্ষ নিজস্ব ম্যাপ তৈরি করতে চলেছে।
আরও পড়ুন- ভারতে নতুন ফ্ল্যাগশিপ কার নিয়ে এল বিএমডব্লিউ, দাম ১.৯৫ কোটি টাকা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
