Tata Car Discounts: সাফারি থেকে হ্যারিয়ার, টাটার এই প্রিমিয়াম গাড়িগুলিতে পাবেন বাম্পার ছাড়
Auto: বর্তমানে কোম্পানির দুই প্রিমিয়াম গাড়ি ছাড় দিচ্ছে টাটা মোটরস।
Auto: উৎসবের আগেই বড় ছাড় (Car Discounts) দিতে শুরু করেছে গাড়ি কোম্পানিগুলি। মারুতির (Maruti Cars) পাশাপাশি এই ব্রিগেডে নাম লিখিয়েছে টাটা মোটরস (Tata Motors)। বর্তমানে কোম্পানির দুই প্রিমিয়াম গাড়ি ছাড় দিচ্ছে টাটা মোটরস।
১ লক্ষ টাকা পর্যন্ত ছাড়
গত কয়েক মাসে টাটা মোটরসের বিক্রি কিছুটা কমেছে। টাটা বিক্রি বাড়াতে টানা তৃতীয় মাসে তার গাড়িগুলিতে বাম্পার ছাড় দিচ্ছে। কোম্পানি তাদের প্রিমিয়াম গাড়িতেও এই অফার নিয়ে এসেছে। Tata Safari, Harrier এবং Nexon এক লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।
টাটা সাফারিতে ডিসকাউন্ট অফার
Tata-এর 3rd SUV Safari-তে 50 হাজার টাকা থেকে 1.4 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। 20 লক্ষ SUV বিক্রির পর টাটার এই অফার আনা হয়েছে। MY23 মডেলে 25 হাজার টাকার অতিরিক্ত ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। বেশিরভাগ সুবিধা এই গাড়ির মিড-স্পেক ভেরিয়েন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। Tata Safari-এর এক্স-শোরুম দাম 15.49 লক্ষ টাকা থেকে শুরু হয়ে 27.34 লক্ষ টাকা পর্যন্ত যায়।
Tata Harrier-এ ডিসকাউন্ট অফার
Tata Harrier একটি 5-সিটার SUV। এই গাড়িতে 1.20 লক্ষ টাকা ছাড় দেওয়া হচ্ছে। একই সঙ্গে MY23 মডেলে 25 হাজার টাকার বেশি ছাড় দেওয়া হচ্ছে। এর মিড-স্পেক ভেরিয়েন্টে সর্বোচ্চ ছাড় পাওয়া যাচ্ছে। লোয়ার-স্পেক ভেরিয়েন্টে 70 হাজার টাকা এবং টপ-এন্ড ভেরিয়েন্টে 50 হাজার টাকার অফার রয়েছে। Tata Harrier-এর এক্স-শোরুম দাম 14.99 লক্ষ টাকা থেকে শুরু হয়ে 26.44 লক্ষ টাকা পর্যন্ত যায়।
Tata Nexon-এ ডিসকাউন্ট অফার
Tata Nexon-এ 16 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এর MY23 মডেলে অতিরিক্ত নগদ ছাড় দেওয়া হচ্ছে। Tata Nexon-এর এক্স-শোরুম দাম 8 লক্ষ টাকা থেকে শুরু হয়ে 15.8 লক্ষ টাকা পর্যন্ত যায়।
Tata Tigor-এ ডিসকাউন্ট অফার
Tata Tigor ক্রেতারা MY23 মডেলে 90 হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। একই সাথে এর সর্বশেষ মডেলের উপর 60 হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। Tata Tigor এর এক্স-শোরুম দাম 5.65 লক্ষ টাকা থেকে শুরু হয়ে 8.90 লক্ষ টাকা পর্যন্ত যায়। মনে রাখবেন, একেকটা রাজ্যে এই ছাড় আলাদা হতে পারে। সেই ক্ষেত্রে শোরুমে গাড়ির জন্য কথা বলে নিন। অন্যথায় একই দামের কথা মাথায় রাখলে সমস্যা হতে পারে।
Jawa 42 FJ 350 লঞ্চ হল ভারতে, দাম শুরু ১.৯৯ লাখ থেকে, রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে ফাইট ?