PM Narendra Modi: বাংলা ভাষা ও দুর্গাপুজো নিয়ে সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী মোদির মুখে বড় কথা
সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'বাংলা ভাষা ও সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। বিজেপির উদ্যোগেই বাংলাকে ধ্রুপদি ভাষার স্বীকৃতি। বিজেপি সরকারের প্রচেষ্টায় দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে।'
সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'পশ্চিমবঙ্গের বহু মানুষ মৎস্য চাষের সঙ্গে যুক্ত। মৎস্য চাষিদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে কেন্দ্র। সব রাজ্য মৎস্য চাষীদের নাম নথিভুক্ত করছে। একমাত্র তৃণমূল সরকার মৎস্য চাষীদের নাম নথিভুক্ত করেনি। তৃণমূল সরকারের জন্য কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত মৎস্য চাষীরা।'
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের সেবা করাই আমার লক্ষ্য। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের প্রকল্পের সুফল মানুষের কাছে পৌঁছতে দেয় না। রাজ্যবাসীর সঙ্গে শত্রুতা করছে তৃণমূল সরকার।'

















