Ultraviolette F77 BIKE: দেশের দ্রুততম ইলেকট্রিক বাইক ! একবার চার্জে যাবে ৩০৮ কিলোমিটার
দেশে জ্বালানির দাম বৃদ্ধির জন্য় বেড়েই চলেছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। সাধারণ মানুষের এই চাহিদার কথা মাথায় রেখে তাই ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছ কোম্পানিগুলি।
Bike News: দেশে জ্বালানির দাম বৃদ্ধির জন্য বেড়েই চলেছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। সাধারণ মানুষের এই চাহিদার কথা মাথায় রেখে তাই ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছে বড় কোম্পানিগুলি। পাশাপাশি নতুন স্টার্ট আপ কোম্পানিও নতুন বৈদ্যুতিক গাড়ি ও টু-হুইলার নিয়ে আসছে। সেরকমই ব্যাঙ্গালোরের একটি স্টার্ট-আপ কোম্পানি আল্ট্রাভায়োলেট, ভারতীয় বাজারে F77 নামে একটি নতুন মডেলের বৈদ্যুতিক বাইক নিয়ে এসেছে। আল্ট্রাভায়োলেট F77 মডেলটি স্ট্যান্ডার্ড, রেকন ও স্পেশাল এডিশন নামে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে।
Ultraviolet F77: কতগুলি রঙে আসছে বাইক ?
আল্ট্রাহোয়াইটের তিনটি ভেরিয়েন্টেই একই রকম ডিজাইন, এলইডি হেডল্যাম্প, স্প্লিট সিট সেটআপ ও অ্যালয় হুইল রয়েছে। আল্ট্রাভায়োলেট F77 স্ট্যান্ডার্ড ও রেকন বাইক তিনটি রঙে পাওয়া যায় - সুপারসনিক সিলভার, স্টিলথ গ্রে ও প্লাজমা রেড। বিশেষ ভেরিয়েন্ট মেটিওর গ্রে ও আফটারবার্নার ইয়েলোতে পাওয়া যাচ্ছে।
Ultraviolet F77: ব্যাটারির বৈশিষ্ট্য
এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে একটি 27kW মোটর ও একটি 7.1kWh ব্যাটারি রয়েছে। এটি একটি স্ট্যান্ডার্ড চার্জে 35 কিলোমিটার প্রতি ঘণ্টা ও একটি বুস্ট চার্জে 75 কিলোমিটার যেতে পারে। ব্যাটারি 3 বছর বা 30,000 কিমি ওয়ারেন্টি সহ পাওয়া যায়। রিকন মডেলটি 5 বছর বা 50,000 কিলোমিটারের ওয়ারেন্টিসহ আসে। এই ইলেকট্রিক বাইকটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার।
Ultraviolet F77: সর্বোচ্চ গতি
রেকন ও স্পেশাল ভেরিয়েন্টে যথাক্রমে 29 কিলোওয়াট ও 30.2 কিলোওয়াটের মোটর দেওয়া হয়। উভয় মডেলেই 10.3 kWh ব্যাটারি রয়েছে। UltraViolet F77 Recon ভেরিয়েন্টের সর্বোচ্চ গতি 147 kmph এবং বিশেষ ভেরিয়েন্টের সর্বোচ্চ গতি 157 kmph। উভয় ভেরিয়েন্টের একটি সম্পূর্ণ চার্জে 307 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।
Ultraviolet F77: কেমন ডিজাইন বাইকের ?
তিনটি মডেলের সামনে একটি 320mm ডিস্ক ও পিছনে একটি 230mm ডিস্ক রয়েছে। আল্ট্রাভায়োলেট এফ৭৭ মডেলে রয়েছে ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন, স্মার্টফোন কানেক্টিভিটি, অ্যাডাপটিভ ড্যাশ লাইটনিং, অটো হেডলাইট অন/অফ, নেভিগেশন, গাড়ির লোকেটার, ফলস এবং ক্র্যাশ সেন্সর। বেঙ্গালুরুতে প্রথম পর্যায়ের আল্ট্রাভায়োলেট F77 বিতরণ শুরু হয়। এর পরে সংস্থাটি জানিয়েছে যে এটি ধীরে ধীরে মুম্বই, কোচি, চেন্নাই ও হায়দ্রাবাদের মতো বিভিন্ন শহরে বিক্রি করা হবে।
Ultraviolet F77: কত দাম বাইকের ?
Ultraviler-এর F77-এর দাম 3 লাখ 80 হাজার । এর টপ এন্ড মডেলটির দাম 4 লাখ 55 হাজার টাকা রাখা হয়েছে। এর বিশেষ সংস্করণের গাড়ির দাম যার মধ্যে মাত্র 77টি গাড়ি তৈরি করা হবে বলে জানা গেছে। যার দাম 5.5 লাখ টাকা রেখেছে কোম্পানি।