নতুন স্কোডা কুশাক ফেসলিফট ২০ জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ হবে।
Skoda Kushaq Facelift : ২০ জানুয়ারি আসছে নতুন স্কোডা কুশাক, সামনে এল টিজার, পুরোনোর থেকে কোথায় আলাদা ?
Auto : এবার সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে স্কোডা কুশাক ফেসলিফট। ২০ জানুয়ারি মঙ্গলবার ভারতের বুকে লঞ্চ হবে এই গাড়ি।

Auto : চার মিটারের এসইউভির (SUV) মধ্যে একের পর এক গাড়ির ফেসলিফট (Skoda Kushaq Facelift) নিয়ে আসছে কোম্পানিগুলি। এবার সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে স্কোডা কুশাক ফেসলিফট। ২০ জানুয়ারি মঙ্গলবার ভারতের বুকে লঞ্চ হবে এই গাড়ি।
কী কী বদল গাড়িতে, টিজার লঞ্চ
স্কোডা ইন্ডিয়া কুশাক ২০২৬ ফেসলিফটের একটি টিজার প্রকাশ করেছে। স্কোডা কুশাকের এই ফেসলিফটেড সংস্করণটি আগামীকাল ২০ জানুয়ারি লঞ্চ হবে। গাড়িটি সামান্য পরিবর্তন নিয়ে নয়, বরং একটি ব্যাপক আপডেট নিয়ে আসছে। টিজারে দেখা স্টাইলিং স্পষ্টভাবে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
কোথায় আগের থেকে আলাদা
নতুন স্কোডা কুশাকে একটি সম্পূর্ণ নতুন, বড় গ্রিল এবং নতুন এলইডি লাইট রয়েছে। সামনের অংশে কানেক্টেড এলইডি এবং নতুন হেডল্যাম্প গাড়ির চেহারাকে পুরোপুরি বদলে দিয়েছে, পাশাপাশি বাম্পারটিও সম্পূর্ণ নতুন। টিজারে গাড়ির পেছনের স্টাইলিংও দেখানো হয়েছে, যেখানে কানেক্টেড এলইডি লাইটিং রয়েছে, যা গাড়িটিকে আরও চওড়া দেখায়। নতুন স্কোডা কুশাক ফেসলিফটে নতুন অ্যালয় হুইলও থাকার সম্ভাবনা রয়েছে।
স্কোডা কুশাকের ইন্টেরিয়র কেমন হবে ?
ইন্টেরিয়রেও উল্লেখযোগ্য পরিবর্তন আশা করা হচ্ছে। যার মধ্যে একটি সংশোধিত ড্যাশবোর্ড ডিজাইন ও বেশকিছু নতুন ফিচার অন্তর্ভুক্ত থাকবে। নতুন কুশাক আগের চেয়ে আরও বেশি ফিচার-লোডেড হবে। যান্ত্রিক পরিবর্তনের বিস্তারিত তথ্য লঞ্চের সময় প্রকাশ করা হবে, তবে কিছু আপডেট আশা করা যায়। সব মিলিয়ে, এটি শুধু একটি ফেসলিফট নয়, বরং প্রায় একটি নতুন গাড়ি, যার ডিজাইন এবং ফিচার উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।
এই ফিচারগুলিও থাকবে
স্কোডা কুশাক ফেসলিফটে একটি প্যানোরামিক সানরুফ, একটি ৩৬০-ডিগ্রি ক্যামেরা, রিয়ার ডিস্ক ব্রেক, উন্নত এয়ার কন্ডিশনিং এবং একটি আপডেটেড ইনফোটেইনমেন্ট ও ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকার সম্ভাবনা রয়েছে। লেভেল-২ ADAS-এর মতো নিরাপত্তা ফিচারও আশা করা হচ্ছে। প্রতিবেদন অনুসারে, গাড়িটিতে একটি রিয়ার সিট ম্যাসাজ ফাংশনও থাকতে পারে, যা এই সেগমেন্টে প্রথম।
Frequently Asked Questions
নতুন স্কোডা কুশাক ফেসলিফট কবে লঞ্চ হচ্ছে?
নতুন স্কোডা কুশাক ফেসলিফটে কী কী বাহ্যিক পরিবর্তন দেখা যাবে?
গাড়িতে একটি বড় গ্রিল, নতুন এলইডি লাইট, কানেক্টেড এলইডি এবং নতুন হেডল্যাম্প, নতুন বাম্পার এবং পেছনের কানেক্টেড এলইডি লাইটিং থাকবে।
নতুন স্কোডা কুশাক ফেসলিফটের ইন্টেরিয়রে কী কী পরিবর্তন আশা করা যায়?
ইন্টেরিয়রে সংশোধিত ড্যাশবোর্ড ডিজাইন, নতুন ফিচার এবং একটি আপডেট করা ইনফোটেইনমেন্ট সিস্টেম আশা করা হচ্ছে।
নতুন স্কোডা কুশাক ফেসলিফটে কোন কোন সুরক্ষা ফিচার থাকতে পারে?
গাড়িতে ৩৬০-ডিগ্রি ক্যামেরা, রিয়ার ডিস্ক ব্রেক এবং লেভেল-২ ADAS-এর মতো নিরাপত্তা ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।






















