Top SUV 2023 : মারুতি হোক বা হুন্ডাই ! এ বছর কোন SUV অন্যতম সেরা বাছাই ?
Best SUV Launches in 2023: বছর শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক মানে, গুণে আর দামে কোন ব্র্যান্ডের SUV (Best SUV) টেক্কা দিল অন্য সকলকে ।
Best SUV 2023 : সোমনাথ চট্টোপাধ্যায় : SUV-র চাহিদা দিনে দিনে বাড়তেই থাকছে। বিলাসবহুল গাড়ির দুনিয়ায় তাই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে গাড়ি নির্মাতা সংস্থাগুলি। তার মধ্যে নিজেদের নতুন মডেল নিয়ে হাজির হতে চলেছে Hyundai। পিছিয়ে নেই Maruti-ও। বিলাসিতার পাশাপাশি যুগের সঙ্গে তাল মিলিয়ে এবার EV-র দিকেও ইতিমধ্যেই নজর দিয়েছে গাড়ি নির্মাতা সংস্থাগুলি। এবছর বেশ কিছু ভাল মানের SUV এসেছে বাজারে। বছর শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক, মানে গুণে আর দামে কোন ব্র্যান্ডের SUV (Best SUV) টেক্কা দিল অন্য সকলকে !
Maruti Suzuki Jimny
এই বছরের মারুতি সুজুকি কোম্পানির সবথেকে সেরা SUV (Best SUV) বলা চলে এই গাড়িটিকে। তবে এই গাড়ির ক্ষেত্রে চমকের বিষয় এই যে, ভারতের বাইরে যেখানে এই মডেলের থ্রি-ডোর ভার্সন বিক্রি হয়, সেখানে ভারতের বাজারে মারুতি সুজুকি নিয়ে এসেছে ফাইভ ডোর ভার্সন। এতে রয়েছে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন, তাঁর সঙ্গে ম্যানুয়াল এবং অটোমেটিক দুই রকমই অপারেটিং ফেসিলিটি। জিপসির পরে এই মডেলই ফের একবার ৪×৪ ভার্সনে বাজারে এল।
Hyundai Exter
সেরা SUV-র তালিকায় দ্বিতীয় স্থানে নাম করা যায় হুন্ডাই এক্সটারের। আকারে এটাই সবথেকে ছোট SUV, কিন্তু এর ফিচার্স সমস্তই অনবদ্য। এএমটি ফিচার্সের সঙ্গে এতে রয়েছে প্যাডেল শিফটার। এক্সটার মডেলে রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। তবে , এর পাশাপাশি এই একই মডেল সিএনজি ভার্সনেও পাওয়া যাচ্ছে ভারতের বাজারে।
Honda Elevate
হুন্ডাইকে টেক্কা দিতে ছাড়েনি হোন্ডা। যত ভিড়ই হোক না কেন, রাস্তায় হোন্ডা এলিভেটের তুখোর গ্রাউন্ড পারফরম্যান্স একে অন্য যে কোনও গাড়ির থেকে এক ধাপ এগিয়ে রাখবে। উপরি পাওনা ADAS প্রযুক্তি। ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনের সঙ্গে এই গাড়ি এ বছরের বাজারের সেরা কালেকশন বলা চলে।
Maruti Suzuki Fronx
মারুতির পক্ষ থেকে এটাই সবথেকে ছোট আকারের SUV। কুপের মত রুফলাইন একে অন্যদের থেকে এক নিমেষে আলাদা করে দেবে। স্পেস এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে এর কোনও বিকল্প নেই। হুন্ডাই এক্সটারের মতই এর ইঞ্জিনের ফেসিলিটি থাকলেও উপরি পাওনা টার্বো ইঞ্জিন।
BMW X1
সবশেষে বিএমডব্লিউর (Best SUV) নাম না বললেই নয়। X1-এর নতুন জেনারেশনটি আজকের ভারতের বাজারে টপ সেলিং SUV-র মধ্যে পরে। একটা আলাদা কেবিন রয়েছে এতে, স্পেসও বেড়েছে অনেকটাই। আকারে বেশ বড় এই X1 মডেলে কার্ভড ডিসপ্লে, ক্লাইমেট কন্ট্রোল বাটন, টাচস্ক্রিন সব ফিচার্সে ঠাসা।
আরও পড়ুন: Hyundai SUV : SUV'র বাজারে বিশাল তালিকা জানাল Hyundai, কী কী রয়েছে সংস্থার ঝুলিতে ?