FD Interest Rate: স্থায়ী আমানতে এবার ৮.৮৫ শতাংশ সুদ দেবে এই সংস্থা, কারা পাবেন ?
Bajaj Finance: প্রবীণ নাগরিকদের জন্য এই এনবিএফসি সংস্থা স্থায়ী আমানতে ৬০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে সুদের হার। ৮.৮৫ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। সংস্থার নাম বাজাজ ফিনান্স।
Bajaj Finance: ব্যাঙ্ক নয়, একটি এনবিএফসি সংস্থা এবার তাঁদের স্থায়ী আমানতের (FD Interest Rate) উপর সুদের হার বাড়াল ৬০ বেসিস পয়েন্ট পর্যন্ত। সাধারণ গ্রাহকের পাশাপাশি প্রবীণ নাগরিকরাও তাঁদের আমানতের উপর এই বর্ধিত সুদের সুবিধে পাবেন। সংস্থার নাম বাজাজ ফিনান্স (Bajaj Finance FD)। মূলত ২৫ থেকে ৩৫ মাস এবং ১৮-২৪ মাসের মেয়াদের জন্য এই বর্ধিত সুদ পাওয়া যাবে বলে জানিয়েছে এই সংস্থা। বিগত ৩ এপ্রিল থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।
কত বেড়েছে সুদের হার
৫ কোটি টাকার আমানত পর্যন্ত এই সুদের হার পাওয়া যাবে। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে এই সংস্থা। বাজাজ ফিনান্স (Bajaj Finance FD) সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাধারণ গ্রাহকদের জন্য এই সুদের হার সর্বোচ্চ বেড়েছে ৪৫ বেসিস পয়েন্ট ২৫-৩৫ মাস মেয়াদের জন্য, ১৮-২২ মাসের মেয়াদের জন্য ৪০ বেসিস পয়েন্ট এবং ৩০-৩৩ মাসের মেয়াদের জন্য ৩৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ান হয়েছে।
প্রবীণ নাগরিকদের কী সুবিধে
তবে প্রবীণ নাগরিকদের জন্য এই এনবিএফসি সংস্থা স্থায়ী আমানতে ৬০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে সুদের হার। ৮.৮৫ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। ৪২ মাসের মেয়াদের জন্য পাওয়া যাবে এই সুদ। তবে এই একই মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৮.৬০ শতাংশ। তবে প্রবীণ নাগরিকরা এই বর্ধিত সুদের হার পাবেন শুধুমাত্র ডিজিটালি এই স্থায়ী আমানত বুক করলে।
কত আমানতে কত রিটার্ন
কোনও সাধারণ নাগরিক যদি ৩ লক্ষ টাকা ৪২ মাসের জন্য বাজাজ ফিনান্সের (Bajaj Finance FD) স্থায়ী আমানতে রাখেন, তাহলে মেয়াদ শেষে তিনি হাতে পাবেন ৪ লক্ষ ৪২৯ টাকা। অন্যদিকে কেউ যদি একই মেয়াদে ৫ লক্ষ টাকা রাখেন স্থায়ী আমানতের উপর, তাহলে ৬,৬৭,৩৮২ টাকা।
সংস্থার তরফে কী জানান হয়
বাজাজ ফিনান্সের ফিক্সড ডিপোজিটস অ্যান্ড ইনভেস্টমেন্টসের হেড শচীন সিক্কা জানান, “আমাদের সমস্ত লগ্নি বাকেটে বর্ধিত সুদের হার নিজেদের আমানতে স্থিতিশীলতা পছন্দ করা লগ্নিকারীদের এক আকর্ষণীয় সুযোগ দেয়। বহু বছর ধরে লক্ষ লক্ষ লগ্নিকারী বাজাজ ব্র্যান্ডের উপর তাঁদের আস্থা রেখেছেন। আমরা তাঁদের আরও ভাল অভিজ্ঞতা, বেশি মূল্য এবং সুরক্ষিত বিকল্প যোগানের উপর নিজেদের মনোযোগ বজায় রেখেছি।”
আরও পড়ুন: RBI Action: এই ব্যাঙ্কের উপর জরিমানা ধার্য করল আরবিআই, রেজিস্ট্রেশন বাতিল ৪ সংস্থার- কারণ জানেন ?