Bandhan Bank Update: ৮ বছরের কম সময়ে তিনগুণ শাখা, ১৫০০ ছুঁলো বন্ধন ব্যাঙ্ক
Bank News: আট বছরে তিন গুণ শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক। বেসরকারি এই ব্যাঙ্ক জানিয়েছে, বর্তমানে ব্যাঙ্কের মোট ১৫০০ শাখা রয়েছে।
Bank News: আট বছরে তিন গুণ শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক। বেসরকারি এই ব্যাঙ্ক জানিয়েছে, বর্তমানে ব্যাঙ্কের মোট ১৫০০ শাখা রয়েছে। সারা দেশে বন্ধনের ব্যাঙ্কিং নেটওয়ার্রকের সংখ্যা ৬০০০। বুধবার একটি বিবৃতিতে এই কথা জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
Bandhan Bank Update: কবে শুরু হয়েছিল পথচলা
কলকাতা-ভিত্তিক ব্যাঙ্কটি ২৩ অগাস্ট, ২০১৫ সালে ৫০১টি শাখা নিয়ে কাজ শুরু করে। বর্তমানে, এই ব্যাঙ্ক ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে নিজের শাখা বিস্তার করেছে।গত এক সপ্তাহে, বন্ধন ব্যাঙ্ক প্রায় ৩০টি শাখা খুলেছে। যার মধ্যে বুধবার ১২টি শাখার উদ্বোধন করা হয়েছে।
Investment Nes: কী বলছে ব্যঙ্ক
ব্যাঙ্কের বিবৃতিতে বলা হয়েছে, এই বেসরকারি ব্যক্তিদের বৈচিত্র্যময় আর্থিক চাহিদা পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণেই পণ্যের সঙ্গে ফিজিক্যাল বা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে প্রত্যেকের প্রয়োজন অনুসারে কাজ করে সংস্থা।
Bandhan Bank Update: ব্যাঙ্কের এমডি ও সিইও চন্দ্র সেখর ঘোষ বলেছেন, "বন্ধন ব্যাঙ্কের কাছে আজকের দিনটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। বিগত আট বছর ধরে দেশের প্রতিটি স্থানের গ্রাহকগণের আমাদের উপর আস্থা ও বিশ্বাসের ফলস্বরূপ ব্যাঙ্কের এই দ্রুত উন্নতি ও বৃদ্ধি সম্ভব হয়েছে। সকল ভারতবাসীর কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারতের ব্যাঙ্কিং আউটলেটগুলির আরও গভীর ভৌগোলিক স্থানে পৌঁছনো প্রয়োজন। আমাদের দ্রুত বর্ধনশীল শাখা নেটওয়ার্ক এবং ডিজিটাল পরিষেবাগুলির সাথে, বন্ধন ব্যাঙ্ক তার মূল্যবান গ্রাহকদের জন্য আরও সুবিধা, নিরাপত্তা সুনিশ্চিত করে এবং পরিষেবা প্রদানের ব্যাপ্তি বাড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ।"
Bank News: ব্যাঙ্ক জানিয়েছে, মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন থেকে পরিণত হয়ে এই ঋণদাতা এখন তার সম্পদে সুরক্ষিত ঋণের অংশীদারিত্ব বাড়াচ্ছে। ব্যাঙ্ক তার বিস্তীর্ন অ্যাসেট বুক ও ভৌগলিক উপস্থিতির বৈচিত্রের মধ্য দিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ব্যাঙ্ক পূর্ব ও উত্তরপূর্ব ভারত সহ বাকি অঞ্চলে গ্রাম ও নগর নির্বিশেষে নিজের উপস্থিতি বিস্তার করে চলবে। ব্যাঙ্ক প্রদত্ত সুরক্ষিত ঋণের পরিমান নিরবিচ্ছিন ভাবে বাড়ানো হচ্ছে। ব্যাঙ্ক আকর্ষণীয় সুদের হারে গ্রাহকদের হোম লোন, পার্সোনাল লোন, গাড়ি লোন এবং টু -হুইলার লোনের মতো বহু রিটেল লোনও অফার করে চলেছে।
সম্প্রতি গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্ক নিও প্লাস ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটি সম্পূর্ণ ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিষেবা চালু করেছে।
আরও পড়ুন : Multibagger Stocks: এই পাঁচটি সরকারি শেয়ারে দারুণ লাভ, এক বছরে ৩৫০ শতাংশ আয় !