Bank Holidays in April: এপ্রিলে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ, মাস শুরুর আগেই দেখে নিন তালিকা
Bank News: মাঝে আর কিছুদিন। এপ্রিল শুরু হলেই শুরু হয়ে যাবে নতুন অর্থবর্ষ। এই সময়ে আর্থিক বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এমন অনেক পরিবর্তন রয়েছে যা সাধারণ মানুষের জীবন ও পকেটে সরাসরি প্রভাব ফেলে।
Bank News: মাঝে আর কিছুদিন। এপ্রিল শুরু হলেই শুরু হয়ে যাবে নতুন অর্থবর্ষ। এই সময়ে আর্থিক বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এমন অনেক পরিবর্তন রয়েছে যা সাধারণ মানুষের জীবন ও পকেটে সরাসরি প্রভাব ফেলে। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা বলছে, এপ্রিলে ১৫দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
Bank Holidays in April: এপ্রিল মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে
মনে রাখবেন, ব্যাঙ্কগুলির ছুটির কারণে অনেক সমস্যা সৃষ্টি হয়। এই পরিস্থিতি থেকে গ্রাহকদের বাঁচাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। এপ্রিল মাসে বিভিন্ন উৎসব, জন্মবার্ষিকী ও শনি-রবিবার ছুটিসহ মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এপ্রিল মাসে, মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে, অম্বেদকর জয়ন্তীর মতো অনেক উত্সব ও বার্ষিকীর কারণে ব্যাঙ্কগুলি অনেক দিন বন্ধ থাকবে৷ এই পরিস্থিতিতে আপনাকে ব্যাঙ্কে চেক জমা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি সামলাতে পুরো মাসের ছুটির তালিকা দেখে নিতে হবে।
Bank Holidays in April: ব্যাঙ্ক ছুটির তালিকা এপ্রিল ২০২৩
1 এপ্রিল, 2023- অ্যানুয়াল ক্লোজিংয়ের কারণে, আইজল, শিলং, সিমলা এবং চণ্ডীগড় ছাড়া সমগ্র দেশ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।
2 এপ্রিল, 2023- রবিবারের কারণে সারা দেশের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
4 এপ্রিল, 2023- মহাবীর জয়ন্তীর কারণে আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, জয়পুর, কানপুর, কলকাতা,
লখনউ, কলকাতা, মুম্বাই, নাগপুর, নতুন দিল্লি, রায়পুর এবং রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷
5 এপ্রিল, 2023- বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীর কারণে হায়দরাবাদে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
7 এপ্রিল 2023- গুড ফ্রাইডে এর কারণে, আগরতলা, আহমেদাবাদ, গুয়াহাটি, জয়পুর, জম্মু, সিমলা এবং শ্রীনগর ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি
বন্ধ থাকবে।
8 এপ্রিল, 2023- দ্বিতীয় শনিবারের কারণে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
9 এপ্রিল, 2023- রবিবারের কারণে, সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
14 এপ্রিল, 2023- ডক্টর বাবাসাহেব আম্বেদকরের কারণে, আইজল, ভোপাল, নয়াদিল্লি, রায়পুর, শিলং এবং সিমলা ছাড়া সারা দেশে
ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
15 এপ্রিল, 2023- বিশু, বোহাগ বিহু, হিমাচল দিবস, বাংলা নববর্ষের কারণে আগরতলা, গুয়াহাটি, কোচি, কলকাতা, সিমলা এবং
তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
16 এপ্রিল, 2023- রবিবারের কারণে ব্যাংকগুলিতে ছুটি থাকবে।
18 এপ্রিল, 2023 - জম্মু ও শ্রীনগরের ব্যাঙ্কে শব-ই-কদর বন্ধ থাকবে।
21 এপ্রিল, 2023- ঈদ-উল-ফিতরের কারণে আগরতলা, জম্মু, কোচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
22 এপ্রিল, 2023- ঈদ এবং চতুর্থ শনিবারের কারণে অনেক জায়গায় ব্যাংক বন্ধ থাকবে।
23 এপ্রিল, 2023- রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
30 এপ্রিল, 2023 - রবিবারের কারণে, ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
Bank Holidays 2023 : রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx- এ যেতে পারেন।
Bank Holidays List in 2023: Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।
বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।
আরও পড়ুন : Special Fixed Deposit: ৩১ মার্চ বিনিয়োগের শেষ সুযোগ ? এই বিশেষ FD-গুলিতে পাবেন আরও সুদ