(Source: ECI/ABP News/ABP Majha)
Bank Holiday on 22 Jan: ছুটি ঘোষণা, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক ?
Ram Mandir Inauguration : এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। শোনা যাচ্ছে, উত্তরপ্রদেশে 22 জানুয়ারি ব্যাঙ্কও ছুটি থাকবে।
Ram Mandir Inauguration: দীর্ঘ প্রতীক্ষার পর আগামী সপ্তাহে অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। আগামী সপ্তাহে 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান স্থির করা হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যরাজ সহ অনেক বিশিষ্ট ব্যক্তি প্রাণ প্রতিস্থা অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।
২২ জানুয়ারি সরকারি ছুটি ?
অযোধ্যায় রাম মন্দির প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে বহু রাজ্য 22 জানুয়ারিতে ছুটি ঘোষণা করেছে। উত্তরপ্রদেশেও 22শে জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। শোনা যাচ্ছে, উত্তরপ্রদেশে 22 জানুয়ারি ব্যাঙ্কও ছুটি থাকবে।
যদি 22 জানুয়ারি অর্থাৎ সোমবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে, তবে উত্তরপ্রদেশে আগামী সপ্তাহে ব্যাঙ্কগুলি কেবল দু'দিন কাজ করবে। ২১ জানুয়ারি রবিবার সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। রাম মন্দির উদযাপনের কারণে 22 জানুয়ারি ব্যাঙ্ক ছুটি থাকবে। এরপর ২৩ জানুয়ারি মঙ্গলবার ও ২৪ জানুয়ারি বুধবার ব্যাঙ্কগুলিতে স্বাভাবিক কাজ চলবে।
Bank Holiday: টানা চারদিন ছুটি
হজরত মোহাম্মদ আলির জন্মদিন উপলক্ষে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার ব্যাঙ্ক ছুটি থাকবে। এর পরে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পরের দিন অর্থাৎ শুক্রবার 26 জানুয়ারি ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 27 জানুয়ারি মাসের চতুর্থ শনিবার এবং তার পরে 28 জানুয়ারি রবিবার। এভাবে দেখা গেলে 25 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। 21 জানুয়ারি থেকে পরবর্তী আট দিন ব্যাঙ্ক খোলা থাকবে মাত্র 2 দিন এবং ছুটি থাকবে 6 দিন।
সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা
22 জানুয়ারি ব্যাঙ্ক ছুটি সংক্রান্ত একটি সার্কুলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881-এর অধীনে উত্তরপ্রদেশে 22 জানুয়ারি সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। যার অর্থ 22 জানুয়ারি সরকারি ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কগুলিও বন্ধ থাকবে।
আপনি এভাবে ব্যাঙ্কিংয়ের কাজ করতে পারবেন
ঘন ঘন ব্যাঙ্ক ছুটির কারণে সাধারণ মানুষকে ব্যাঙ্কিং কাজে অসুবিধায় পড়তে হতে পারে। এমন পরিস্থিতিতে যাদের আর্থিক কাজ করতে হবে তারা অনলাইন সুবিধার সাহায্য পাবেন। এই সময়ে গ্রাহক টাকা তুলতে এটিএম ব্যবহার করতে পারেন। টাকা ট্রান্সফার করতে আপনি UPI, নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করতে পারেন। ব্যাঙ্ক বন্ধ থাকলেও মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক থাকবে।
Aadhaar Card: বড় সিদ্ধান্ত, জন্ম তারিখের প্রামাণ্য নথি নয় আধার, কী নতুন নিয়ম ?