(Source: ECI/ABP News/ABP Majha)
Credit Card Rules: ক্রেডিট কার্ডে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, গুনতে হবে মোটা টাকা
BOB Card: এই ক্রেডিট কার্ড যে সমস্ত গ্রাহক ব্যবহার করেন, তাদের এবার থেকে খরচ বাড়ল। জানা গিয়েছে ২০২৪ সালের আগামী ২৩ জুন থেকে অনাদায়ী বকেয়া ঋণের জন্য মাসিক ৩.৫৭ শতাংশ সুদ ধার্য করা হবে।
BOB Card Interest Rate Hike: আপনিও কি এই ক্রেডিট কার্ড ব্যবহার করেন ? এবার থেকে খরচ বাড়ল গ্রাহকদের। গুণতে হবে মোটা টাকা। ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকরা যারা এই ব্যাঙ্কের একটি বিশেষ ক্রেডিট কার্ড (Credit Card Rules) ব্যবহার করেন, তাদের জন্য বড় খবর। এই ব্যাঙ্কের BOB Card One নামের একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের সুদের হার ও লেট পেমেন্ট ফি বাড়ানো হয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পক্ষ থেকে।
এই ক্রেডিট কার্ড যে সমস্ত গ্রাহক ব্যবহার করেন, তাদের এবার থেকে খরচ বাড়ল। জানা গিয়েছে ২০২৪ সালের আগামী ২৩ জুন থেকে এই নতুন সুদের হার কার্যকর হবে। ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে সংশ্লিষ্ট 'Get One Card' ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে, BOB Card One ব্যবহার করার সময় যে অনুমোদিত সীমার মধ্যে গ্রাহক তা খরচ করছেন এবং তা সময়ে সময়ে বকেয়া ঋণ পরিশোধ করছেন, সেক্ষেত্রে ব্যাঙ্ককে কোনও অতিরিক্ত চার্জ (Credit Card Rules) দিতে হবে না। তবে ঋণ পুরোপুরি বা আংশিকভাবে শোধ করার ক্ষেত্রে দেরি হলে কিংবা অনুমোদিত সীমার বাইরে ক্রেডিট কার্ড ব্যবহার করা হলে চার্জ কাটবে ব্যাঙ্ক'।
এতদিন পর্যন্ত ব্যাঙ্ক অফ বরোদার BOB Card One ক্রেডিট কার্ডে বকেয়া ঋণের জন্য মাসে ৩.৪৯ শতাংশ সুদ নেওয়া হত, বছরে তার পরিমাণ ছিল ৪১.৮৮ শতাংশ। আগামী ২২ জুন পর্যন্ত বকেয়া ঋণের (Credit Card Rules) উপর এই সুদের হারই কার্যকর থাকবে। তবে ২৩ জুন থেকে অনাদায়ী বকেয়া ঋণের জন্য ৩.৫৭ শতাংশ সুদ ধার্য করা হবে। ফলে বার্ষিক সুদের হার হয়েছে ৪৫ শতাংশ।
ক্রেডিট কার্ড ওভার লিমিট খরচ (Credit Card Rules) হলে আগে চার্জ করা হত যত বেশি টাকা ঋণ তার ২.৫ শতাংশ। ন্যূনতম ৪০০ টাকা দিতে হবে ব্যাঙ্ককে। এখন থেকে এই ওভার লিমিট চার্জ ন্যূনতম দিতে হবে ৫০০ টাকা। আগে যেখানে লেট পেমেন্ট ফি ১০০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে ছিল, সেখানে এখন এই চার্জ দাঁড়িয়েছে ২৫০ টাকা থেকে ১২৫০ টাকা। তবে বকেয়া ঋণ পরিশোধের ক্ষেত্রে ২৫০ টাকার মধ্যে ঋণ থাকলে, কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।