Debit Card Number: এটিএম কার্ডের ১৬ সংখ্যাতেই আছে সবকিছু ! কোন সংখ্যার কী অর্থ জানেন ?
Debit Card Number: শপিং মল থেকে শুরু করে সাধারণ দোকানেও শুরু হয়েছে এটিএম কার্ডের ব্যবহার। কখনও ভেবে দেখেছেন আপনার ডেবিট কার্ডে ১৬ ডিজিটের(16 Digit Number Meaning) অর্থ কী?
Debit Card 16 Digits Meaning: দেশ দ্রুত গতিতে বাড়ছে ডিজিটাল পেমেন্টের সংখ্যা। সাধারণ বাজারের পাশাপাশি অনেকটাই বেড়েছে ই কমার্স সাইটে(E-Commerce Platform) কেনাকাটা। শপিং মল থেকে শুরু করে সাধারণ দোকানেও শুরু হয়েছে এটিএম কার্ড(ATM Card)বা ক্রেডিট কার্ডের (Credit Card)ব্যবহার। কখনও ভেবে দেখেছেন আপনার ডেবিট কার্ডে ১৬ ডিজিটের(16 Digit Number Meaning) অর্থ কী?
প্রথম ৬ সংখ্যায় কী বোঝায় ?
কে এটিএম কার্ড ইস্যু করেছে তা কার্ডের প্রথম অঙ্ক দেখলেই বোঝা যায়। এর মাধ্যমে বোঝা যায়, এই কার্ড কোন ইন্ডাস্ট্রির জন্য দেওয়া হয়েছে। আলাদা-আলাদা ইন্ডাস্ট্রির জন্য একাধিক চিহ্ন কার্ডে দেওয়া থাকে। প্রথম সংখ্যার পরবর্তী পাঁচটি সংখ্যায় লেখা থাকে, কোন কোম্পানি কার্ডটি ইস্যু করেছে। এটি Issuer Identification Number নামে পরিচিত।
এই তথ্য পরবর্তী ৯ সংখ্যা থেকে পাওয়া যায় : কার্ডের পরবর্তী ৯টি সংখ্যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে। কার্ডের শেষের যে চারটি সংখ্যা দেখতে পান, তা চেক ডিজিট হিসাবে পরিচিত। এই নম্বর থেকে আপনি কার্ডের মেয়াদ ও বৈধতা সম্পর্কে জানতে পারবেন।
সাদা চোখে এই ১৬ অঙ্কের বিষয়ে ততটা আমল দিই না আমরা। তবে এর মধ্যেই লুকিয়ে থাকে প্রযুক্তিগত যাবতীয় কারিগরি। আপনার এই কার্ড নম্বর থেকেই তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা। অনেক ক্ষেত্রে অপরিচিতদের কার্ডর তথ্য দিয়ে ভুল করি আমরা। পরবর্তীকালে যার জেরে আর্থিক ক্ষতির মুখ দেখতে হয় অনেকেকেই। তাই ডেবিট হোক বা ক্রেডিট কার্ড নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরিচিত হলেও এই কার্ড নম্বর সবার সবাইকে জানাবেন না। ভুল করে হেলায় কার্ড প্রকাশ্যে রেখে দেবেন না। কেউ ব্যাঙ্ক থেকে ফোন করছি বললেও জানাবেন না আপনার কার্ড নম্বর। অনেক ক্ষেত্রে আপনার এটিএম কার্ড ব্লক হয়ে গেছে বলে প্রতারণার ফাঁদ পাতে জালিয়াতরা। সেই ফাঁদে পা দিলেই উধাও হবে অ্যাকাউন্টের টাকা।