Suvendu Adhikari: ওপারে মহম্মদ ইউনূস যা করছে, এপারে মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছেন: শুভেন্দু
ABP Ananda LIVE : নদিয়ার ধুবুলিয়া থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'মুর্শিদাবাদ জেলায় লাগাতার জামাতিদের আন্দোলনের নামে হিন্দুদের ওপর অত্যাচার। আমার আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। ধুলিয়ান-সামশেরগঞ্জে নারকীয় ঘটনা, ১৯৪৭ সালের পর হিন্দু নিধন দেখেছিলাম। হরগোবিন্দ দাস ও গোবিন্দ দাসকে কুপিয়ে খুন করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা প্রশাসন-পুলিশকে জামাতিকরণ করা হয়েছে।'
'কোনও ক্ষতি তো হচ্ছে না... যতবার ডাকবে ততবার আসব,' SIR শুনানিকেন্দ্র থেকে বেরিয়ে বললেন মহম্মদ শামি
দিনকয়েক আগেই খবর এসেছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামিকে (Mohammed Shami) এসআইআরের (West Bengal SIR) শুনানিতে ডাকা হয়েছে। সেই নিয়ে চারিদিকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক তরজাও। এসআইআরের শুনানিতে নোটিস পেয়ে ভারতীয় দলের ক্রিকেটার মঙ্গলবার হাজিরা দেন।
কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে মহম্মদ শামিকে ডাকা হয়েছিল। তবে বেশ কিছুদিন আগে নোটিস পেলেও, এতদিন বাংলার হয়ে ম্যাচ খেলতে বাইরে ছিলেন বলে তারকা বোলার। সেই কারণেই তিনি শুনানির জন্য হাজির হতে পারেননি। তবে আজ তিনি হাজির হন। ২০০২-র লিস্টে স্বাভাবিকভাবেই শামির নাম নেই। শামি যে আবাসনে বর্তমানে থাকেন সেটাও ২০০২-র অনেক পরেই তৈরি। প্রাথমিকভাবে এর আগে জানানো হয়েছিল যে, এসআইআর ফর্মের নীচের দিক এক্ষেত্রে যেখানে ২০০২-র লিস্টে থাকা ব্যক্তির সঙ্গে লিঙ্ক ফিল করতে হয় সেখানে শামির ফর্মে কিছু লেখা হয়নি।



















