Ration Card: বাংলায় কত ধরনের রেশন কার্ড চালু রয়েছে ? কোন কার্ডে মেলে কতটা রেশন ?
West Bengal Ration Card: চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক, আমাদের রাজ্যে কত ধরনের রেশন কার্ডের চল রয়েছে এবং কোন কার্ডে কী কী রেশন পাওয়া যায়।

Ration Card: পশ্চিমবঙ্গে কত ধরনের রেশন কার্ড চালু রয়েছে জানেন? কোন কার্ডে কত রেশনই বা পাওয়া যায়? বিনামূল্যে কতটা পরিমাণে কোন রেশন মেলে এবং বাজারের তুলনায় কম দামে কোন কোন জিনিস কোন রেশন কার্ডে পাওয়া যায়, তা অনেকের কাছেই স্পষ্ট নয়। তাহলে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক, আমাদের রাজ্যে কত ধরনের রেশন কার্ডের চল রয়েছে এবং কোন কার্ডে কী কী রেশন পাওয়া যায়।
পশ্চিমবঙ্গে মূলত তিন ধরনের রেশন কার্ড চালু রয়েছে। অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকারযুক্ত পরিবার (SPHH) এবং সাধারণ রেশন কার্ড (PHH)। অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড যাঁদের কাছে রয়েছে, তাঁরা বেশি পরিমাণ খাদ্যশস্য পাবেন রেশন মারফত। অন্যদিকে যাঁদের কাছে বিশেষ অগ্রাধিকারযুক্ত পরিবার বা SPHH রেশন কার্ড এবং অগ্রাধিকারযুক্ত পরিবার বা PHH রেশন কার্ড রয়েছে, তাঁরা অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড যাঁদের রয়েছে, তাঁদের তুলনায় কম পরিমাণ খাদ্যশস্য পাবেন।
অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড
এই রেশন কার্ড থাকলে পরিবারপিছু বিনামূল্যে ২১ কেজি চাল এবং ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম পাবেন। এর পাশাপাশি চিনি পাওয়া যাবে যার মূল প্রতি কেজি ১৩ টাকা ৫০ পয়সা।
বিশেষ অগ্রাধিকারযুক্ত পরিবার বা SPHH রেশন কার্ড
এই রেশন কার্ড থাকলে উপভোক্তারা মাথাপিছু ৩ কেজি চাল পাবেন বিনামূল্যে। এর সঙ্গে মাথাপিছু ১ কেজি ৯০০ গ্রাম আটাও মিলবে বিনামূল্যে। আটার পরিবর্তে গম নিতে চাইলে মাথাপিছু পাওয়া যাবে ২ কেজি এবং এটাও পাওয়া যাবে বিনামূল্যেই।
অগ্রাধিকারযুক্ত পরিবার বা PHH রেশন কার্ড
এই রেশন কার্ড থাকলেই উপভোক্তারা মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি গম পাবেন। আর সবই পাওয়া যাবে বিনামূল্যে। আটা কিংবা গম একসঙ্গে পাওয়া যাবে না। যেকোনও একটিই নিতে হবে।
উল্লিখিত তিন ধরনের রেশন কার্ড ছাড়াও RKSY I এবং RKSY II - এই দু'ধরনের রেশন কার্ডও চালু রয়েছে পশ্চিমবঙ্গে।
- RKSY I - এই রেশন কার্ড থাকলে উপভোক্তা শুধুমাত্রা চাল পাবেন। মাথাপিছুর ৫ কেজি চাল পাওয়া যাবে বিনামূল্যে।
- RKSY II - এই রেশন কার্ড থাকলেও উপভোক্তারা শুধুমাত্র বিনামূল্যে চালই পাবেন। মাথাপিছু ২ কেজি চাল পাওয়া যাবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
