PF Amount: PF-এর টাকা তুলতে চান ? এই সহজ উপায়ে হবে মুশকিল আসান
How to Withdraw PF Amount: অনেক সময় হঠাৎ করে বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়। এরকম পরিস্থিতিতে, পিএফ-এ টাকা খুব কাজে লাগতে পারে।
How to Withdraw PF Amount: দেশে দ্রুত বাড়াছে ডিজিটালাইজেশন (Digitalisation)। করোনা ভাইরাস (Corona virus) থেকে রক্ষা পেতে বেশিরভাগ কাজই হচ্ছে অনলাইনে(Online Mode)। আগে অফলাইনে(Offline Mode) যেকোনও কাজ করতে ঘণ্টা খানেক লাগত। আজকাল একই কাজ অনলাইন মাধ্যমে মিনিটে করা হয়। তাই জনগণকে অনলাইনের এই সুবিধা দিতে নানা অ্যাপের সাহায্য নিচ্ছে সরকার।
এমনই একটি অ্যাপ হল উমং অ্যাপ (Umang App)। এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই PF ব্যালেন্স চেক করা থেকে UAN নম্বর অ্যাকটিভেট করার কাজ করতে পারবেন। অনেক সময় হঠাৎ করে বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়। এরকম পরিস্থিতিতে, পিএফ-এর টাকা খুব কাজে লাগতে পারে। আমরা আপনাকে কিছু সহজ টিপস দেব, যার মাধ্যমে আপনি সহজেই UMANG অ্যাপ দিয়ে প্রভিডেন্ট ফান্ড (Tips to Withdraw PF Amount) অ্যাকাউন্টে জমা টাকা তুলতে পারবেন। জেনে নিন উমং অ্যাপের মাধ্যমে পিএফের টাকা তোলার পদ্ধতি।
UMANG অ্যাপের মাধ্যমে কীভাবে পিএফের টাকা তোলা যায় ?
1 টাকা তুলতে প্রথমে UMANG অ্যাপ খুলুন।
2 এরপরে এতে EPFO পরিষেবার অপশনে ক্লিক করুন।
3 এবার Employee centric অপশনটি সিলেক্ট করুন।
4 এখানে Raise Claim অপশনে ক্লিক করতে হবে।
5 এর পরে এতে EPF UAN নম্বর লিখুন।
6 এই পর্বে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ও OTP লিখুন।
7 এবার উইথড্রল অপশন সিলেক্ট করুন।
8 এরপরে আপনার ক্লেইমের অবস্থান দেখে নিন।
9 এবার আপনি সহজেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।
10 EPFO-এর অফিসে না গেলে ঘরে বসেই হয়ে যাবে কাজ।
আরও পড়ুন: Budget 2022: বাড়ি থেকে অফিসের কাজ করেন ? বাজেটে আসতে পারে সুখবর
আরও পড়ুন: JSY Scheme: মহিলাদের ৩৪০০ টাকা দেবে সরকার, জেনে নিন কারা আবেদনের যোগ্য ?