JSY Scheme: মহিলাদের ৩৪০০ টাকা দেবে সরকার, জেনে নিন কারা আবেদনের যোগ্য ?
Janani Suraksha Yojana Benefits: সব মিলিয়ে মোট ৩৪০০ টাকা আর্থিক সাহায্য দিচ্ছে সরকার। জেনে নিন কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য।
Janani Suraksha Yojana: মহিলাদের সাহায্যে বিশেষ প্রকল্পের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতায় দেশের দরিদ্র মহিলারা পাবেন সরকারি সহায়তার সুযোগ। সব মিলিয়ে মহিলারা পাবেন মোট ৩৪০০ টাকা আর্থিক সাহায্য। জেনে নিন কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য।
JSY Scheme: কারা পাবেন সুবিধা ?
দেশের দারিদ্রসীমার নিচে থাকা গর্ভবতী মহিলাদেরই এই আর্থিক সুবিধা দিয়ে থাকে সরকার। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম জননী সুরক্ষা যোজনা। দেশের গর্ভবতী মহিলা ও নবজাতকদের দেখাশোনার জন্য সরকার এই প্রকল্পটি চালাচ্ছে।
Janani Suraksha Yojana Benefits: গ্রামীণ এলাকায় গর্ভবতী মহিলাদের সুবিধা
জননী সুরক্ষা যোজনার অধীনে সরকার গ্রামীণ এলাকায় বসবাসকারী গর্ভবতী দারিদ্র সীমার নিচে থাকা মহিলাদের ১৪০০ টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে। এছাড়াও প্রসবের প্রচারের জন্য আশা সহায়ককে ৩০০ টাকা দেওয়া হয়। প্রসব পরবর্তী পরিষেবার জন্য আরও ৩০০ টাকা দেয় কেন্দ্রীয় সরকার।
Janani Suraksha Yojana Benefits: শহুরে এলাকায় গর্ভবতী মহিলাদের সুবিধা
এই প্রকল্পের আওতায় প্রসবের সময় সব গর্ভবতী মহিলাদের ১০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এছাড়াও ডেলিভারি ইনসেন্টিভের জন্য আশা সহায়ককে ২০০ ও প্রসব পরবর্তী পরিষেবার জন্য কেন্দ্রীয় সরকার ২০০ টাকা দিয়ে থাকে। এভাবে গর্ভবতী মহিলাদের সাহায্যে ৪০০ টাকা দেওয়া হয়।
Janani Suraksha Yojana: প্রকল্পের সুবিধা নিতে কী প্রামাণ্য নথি লাগবে
1 আবেদনকারীর আধার কার্ড
2 বিপিএল রেশন কার্ড
3 ঠিকানার প্রামাণ্য নথি
4 জননী সুরক্ষার কার্ড
5 সরকারি হাসপাতাল কর্তৃক প্রসবের শংসাপত্র
6 ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবুক
7 মোবাইল নম্বর
8 পাসপোর্ট সাইজ ছবি
Janani Suraksha Yojana: আপনি কীভাবে এই প্রকল্পের সুবিধা নেবেন ?
প্রথমে আপনাকে এই লিঙ্কের মাধ্যমে ফর্মটি ডাউনলোড করতে হবে https://pmmodiyojana.in/wp-content/uploads/2020/03/jsy_guidelines_2006.pdf৷
আপনাকে এই ফর্মে সব প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে।
এর পরে, সব প্রয়োজনীয় নথি একসঙ্গে সংযুক্ত করুন।
সব কাজ হয়ে গেলে অঙ্গনওয়াড়ি বা মহিলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আবেদনপত্র জমা দিন।
কারা সুবিধা নিতে পারবেন ?
এই প্রকল্পের অধীনে দেশের গ্রাম ও শহর উভয় এলাকার গর্ভবতী মহিলারা আবেদন করতে পারেন।
কেবল ১৯ বছর বা তার বেশি বয়সী মহিলাদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে।
এই বয়সের কম কোনও গর্ভবতী মহিলা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না।
আপনি শুধুমাত্র দুই সন্তানের জন্মের সময় এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।এই প্রকল্পের আওতায় কেবল দেশের দারিদ্রসীমার নিচে থাকা মহিলারাই সুবিধা পাবেন।