PM Awas Yojana: ২০২২-২৩ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশিত, এইভাবে দেখুন আপনার নাম
PM Awas Yojana List 2022: কম উপার্জকারীদের জন্য কেন্দ্রীয় সরকার নিয়েছিল এই উদ্যোগ। দেশের দরিদ্র থেকে মধ্যবিত্তের জন্য এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা।
PM Awas Yojana List 2022: কম উপার্জকারীদের জন্য কেন্দ্রীয় সরকার নিয়েছিল এই উদ্যোগ। দেশের দরিদ্র থেকে মধ্যবিত্তের জন্য এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র ও মধ্যবিত্তদের কম টাকায় বাড়ি দেয় সরকার। এই স্কিমের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠায় কেন্দ্র। সমতল এলাকায় একটি বাড়ি তৈরির জন্য ১.২০ লক্ষ টাকা ও পাহাড়ি এলাকায় একটি বাড়ি তৈরির জন্য ১.৩০ লক্ষ টাকা দেওয়া হয় এই প্রকল্পে।
Pradhan Mantri Awas Yojana:
আপনি যদি এই স্কিমের জন্য আবেদনও করে থাকেন তবে দেরি করবেন না। ২০২২-২৩ সালের নতুন তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় আপনার নাম পরীক্ষা করতে চাইলে এই প্রক্রিয়া অনুসরণ করুন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2022-এর তালিকা কীভাবে পরীক্ষা করবেন-
1. প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2022-এর তালিকা দেখতে https://pmayg.nic.in/netiay/home.aspx ওয়েবসাইটে ক্লিক করুন।
2. এই ওয়েবসাইটে Awaassoft অপশনে ক্লিক করুন।
3. এতে Report অপশনে ক্লিক করুন।
4. Report অপশনে ক্লিক করলে আপনার কাছে একটি নতুন পেজ খুলবে। এর মধ্যে H অংশে ক্লিক করুন।
5. এর পর আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হবে।
6. তার জন্য আপনার রাজ্য, জেলা, ব্লক। গ্রাম ইত্যাদির বিবরণ পূরণ করতে হবে।
7. এর পরে, আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
8. এর পরে আপনি PM Awas Yojana Rural 2022-এর সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন।
9. এই তালিকায়, আপনি আপনার নাম সুবিধাভোগীদের তালিকায় আছে কিনা তা পরীক্ষা করে দেখুন।
Pradhan Mantri Awas Yojana: এঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের যোগ্য
প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নিতে সরকার ৩টি আয়ের স্ল্যাব তৈরি করেছে।
১ প্রথম শ্রেণিতে সেই সব মানুষ রয়েছেন যাদের আয় বছরে ৩ লাখের কম
২ দ্বিতীয় বিভাগে সেইসব মানুষ রয়েছেন, যাদের আয় ৩ থেকে ৬ লাখ টাকার মধ্যে।
৩ তৃতীয় ক্যাটাগরিতে রয়েছেন সেই ব্যক্তিরা যাদের আয় ৬ থেকে ১২ লাখের মধ্যে।
এই বিষয়ে বিস্তারিত জানতে অফিশিযাল ওয়েবসাইট দেখে নিন।