(Source: Poll of Polls)
RBI Penalty on Banks: এই তিন ব্যাঙ্কে টাকা রেখেছেন ? রিজার্ভ ব্যাঙ্ক নিল বড় পদক্ষেপ
Bank News: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নিয়ম লঙ্ঘন করায় তিনটি ব্যাঙ্ককে 10 কোটি টাকার বেশি জরিমানা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। পাশাপাশি ৫টি সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে আরবিআই।
Bank News: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নিয়ম লঙ্ঘন করায় তিনটি ব্যাঙ্ককে 10 কোটি টাকার বেশি জরিমানা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। পাশাপাশি ৫টি সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ককে (City Bank) সর্বোচ্চ 5 কোটি টাকা, ব্যাঙ্ক অফ বরোদাকে (Bank Of Boroda) 4.34 কোটি টাকা এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ককে (Indian Overseas Bank) 1 কোটি টাকা জরিমানা করেছে।
কেন ব্যবস্থা নিতে হল?
সর্বোচ্চ জরিমানা করা হয়েছে বেসরকারি খাতের সিটি ব্যাঙ্কের ওপর। এই ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এছাড়াও, এই ব্যাঙ্ক ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক পরিষেবাগুলির আউটসোর্সিংয়ের জন্য RBI নির্দেশিকা অনুসরণ করেনি। ব্যাঙ্ক অফ বরোদার বিরুদ্ধে সেন্ট্রাল রিপোজিটরি অফ লার্জ কমন এক্সপোজার সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে। অন্যদিকে, চেন্নাই-ভিত্তিক পাবলিক সেক্টর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ককে ঋণ ও অগ্রিম নিয়ম না মানার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।
গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে না
রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করে জানিয়েছে, এই তিনটি ব্যাঙ্কের উপর এই নির্দেশিকা সঠিকভাবে অনুসরণ না করার জন্য জরিমানা করা হয়েছে। এর উদ্দেশ্য ব্যাঙ্ক এবং তাদের গ্রাহকদের সাথে করা কোনও লেনদেন বা চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা নয়। RBI এই ব্যাঙ্কগুলিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। এতে তাকে জরিমানা এড়াতে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
পাঁচটি সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধেও জরিমানার কোপ
এর আগে বিভিন্ন নিয়ম লঙ্ঘন করে ৫টি সমবায় ব্যাঙ্ককে জরিমানা করেছিল RBI। এর মধ্যে রয়েছে শ্রী মহিলা সেবা সমবায় ব্যাঙ্ক, পোরবন্দর বিভাগীয় নাগরিক সমবায় ব্যাঙ্ক, সর্বোদয় নাগরিক সমবায় ব্যাঙ্ক, খম্ভাত নাগরিক সমবায় ব্যাঙ্ক এবং ভেজালপুর নাগরিক সমবায় ব্যাঙ্ক। এদের ওপর ২৫ হাজার থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
অভ্যুদয় সমবায় ব্যাঙ্কের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক আগামী এক বছরের জন্য অভ্যুদয় সমবায় ব্যাঙ্কের পর্ষদ বাতিল করার ঘোষণা করেছে। তবে ব্যাঙ্কের ব্যবসার ওপর কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। কেন্দ্রীয় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চিফ ম্যানেজার সত্য প্রকাশ পাঠককে অভূদয় সমবায় ব্যাঙ্কের প্রশাসক হিসাবে নিয়োগ করেছে। এছাড়া উপদেষ্টাদের একটি কমিটিও করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক বলছে, অভ্যুদয় কোঅপারেটিভ ব্যাঙ্কের গভর্নেন্সের দুর্বল মানের কারণে, কেন্দ্রীয় ব্যাঙ্ক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
Stocks to buy: আগামী সপ্তাহে কিনতে পারেন এই তিন স্টক, স্টপ লস-টার্গেট রাখবেন এখানে