SBI Amrit Kalash FD: সাধারণ এফডির থেকে বেশি সুদ, আর কতদিন পাবেন স্টেট ব্যাঙ্কের অমৃত কলস স্কিম,বিনিয়োগে কী লাভ ?
State Bank Of India: আগামী ১৫ অগাস্ট শেষ হতে চলেছে এই স্কিমের মেয়াদ। কী সুবিধা পাবেন স্টেট ব্যাঙ্কের এই স্কিমে।
State Bank Of India: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) বিশেষ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম অমৃত কলশ-এ (SBI Amrit Kalash) স্কিমে পাবেন সাধারণের থেকে বেশি সুদ। আগামী ১৫ অগাস্ট শেষ হতে চলেছে এই স্কিমের মেয়াদ। সাধারণ ও প্রবীণ নাগরিকদের জন্য SBI অমৃত কলশ স্কিমে যথাক্রমে 7.1 শতাংশ ও 7.6 শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই বিশেষ ফিক্সড ডিপোজিটের(FD )মেয়াদ 400 দিন।
FD Interest Rates: এসবিআই এই এফডি স্কিমটি 12 এপ্রিল 2023-এ চালু করেছে৷ স্কিমে বিনিয়োগ করার শেষ তারিখ 15 আগস্ট রাখা হয়েছে৷ এই স্কিমের বিষয়ে ইতিমধ্যেই SBI-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 400 দিনের নির্দিষ্ট মেয়াদের স্কিমে (SBI Amrit Kalash) 7.10% সুদ রেখেছিল ব্যাঙ্ক । সেখানে সিনিয়র সিটিজেনরা 7.60% সুদ পাবেন। এই স্কিমের মধ্যে মেয়াদপূর্তির আগেই প্রত্যাহার ও ঋণের সুবিধা রয়েছে।
Fixed Deposit: আয়করে ছাড় রয়েছে
আপনি যদি এই বিশেষ SBI স্কিমে বিনিয়োগ করতে আগ্রহী হন, তাহলে আপনি SBI শাখায় গিয়ে SBI অমৃত কলশ FD বুক করতে পারেন। আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ও SBI YONO অ্যাপের মাধ্যমেও বুক করতে পারেন। আপনার ফিক্সড ডিপোজিটের সুদ মাসিক, ত্রৈমাসিক বা অর্ধ-বার্ষিক ব্যবধানে পাওয়া যেতে পারে। TDS থেকে কাটা সুদ গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়। আপনি আয়কর (IT) নিয়ম অনুসারে কর ছাড়ের অনুরোধ করতে ফর্ম 15G/15H ব্যবহার করতে পারেন।
FD Interest Rate: আরও অনেক ব্যাঙ্ক দিচ্ছে সুবিধা
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI) ব্যাঙ্কেরও অমৃত মহোৎসব এফডি স্কিম নামে একটি স্থায়ী আমানত প্রকল্প রয়েছে। এটির একটি 375-দিন এবং 444-দিন মেয়াদি স্কিম। এই স্কিমও 15 আগস্ট 2023 পর্যন্ত থাকছে। অমৃত মহোৎসব এফডি স্কিমের 444 দিনের মেয়াদে সাধারণ, এনআরই এবং এনআরও-তে 7.15 শতাংশ সুদ পেতে পারেন।
সেই ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা পাবেন 7.65 শতাংশ। এই স্কিমে রেগুলার বা সাধারণ NRE ও NRO গ্রাহকরা 375 দিনের মেয়াদের স্কিমে বিনিয়োগ করেছেন, তারা 7.10 শতাংশ সুদের হার পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার 7.60 শতাংশ। সাধারণ নাগরিকদের জন্য IDBI ব্যাঙ্ক 2 কোটি টাকার নীচের পরিমাণের জন্য 3 থেকে 6.80 শতাংশের মধ্যে সুদ দেয়। যেখানে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার 3.50 থেকে 7.30 শতাংশের মধ্যে।
আরও পড়ুন Income Tax Return: সময়সীমার মধ্যে ITR জমা দিতে পারেননি ? এখন রয়েছে এই উপায়