Daily Horoscope: ছুটির দিনে ভাগ্যে শুভ যোগ কোন কোন রাশির? পড়ুন আজকের রাশিফল
মেষ রাশি- আজ মন কোনও কারণে উদাসীন হতে পারে, তার জন্য কোনও কাজ ভাল লাগবে না। ব্যবসার দিকে উপার্জন বাড়তে পারে। শুভ কাজে বাধা বাড়তে পারে।
বৃষ রাশি- কাজের ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি। অপর কোনও ব্যক্তির দ্বারা আপনার ভাল কাজ পণ্ড হতে পারে। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর জ্বালায় কষ্ট বৃদ্ধি।
মিথুন রাশি- কোনও কাজের জন্য আজ দিনটি ভাল হবে না। কাজের দিকে আজ একটু অনীহা আসতে পারে। সংসারে কোনও কাজের জন্য বিরক্তি। ব্যবসার দিকে ভাল কোনও সংবাদ।
কর্কট রাশি- মানসিক যন্ত্রনা বাড়তে পারে। আজ আপনার উপর কোনও অন্যায় আচরণ হওয়ার আশঙ্কা। কোনও কিছু থেকে একটু বাড়তি আয় হতে পারে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা।
সিংহ রাশি- প্রেমের দিকে মান বাড়তে পারে। কোনও স্থানে ভ্রমণের কষ্ট বাড়তে বৃদ্ধি। বাড়তি কোনও খরচের জন্য অর্থ চাপ। আজ একটু বদনাম থেকে সাবধান থাকুন। তবে কাজের দিকে খুব শুভ যোগ আছে।
কন্যা রাশি- আজ একটু বিপদের আশঙ্কা আছে। একটু সাবধানে থাকুন। সংসারের কারণে অধিক ব্যয় হতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ বৃদ্ধি। আজ কোনও কারণে মনে বিষণ্ণতা বাড়তে পারে।
তুলা রাশি- আজ নিজের বুদ্ধির জোরে শত্রু পক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব অনুকূল। আজ ভাই বোনের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে।
বৃশ্চিক রাশি- ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি। লটারি যোগ দেখা যাচ্ছে বা পাওনা আদায় হতে পারে। আজ আপনার কোনও মিথ্যে অপবাদ নিয়ে চিন্তা বৃদ্ধি। আজ আপনি মা বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন।
ধনু রাশি- রোগের জন্য অর্থ নষ্ট। নামী কোনও ব্যক্তি সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয় হবে। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রনায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে।
মকর রাশি- আজ কর্ম ক্ষেত্রে খুব সাবধানে চলবেন। নিজের দুর্বলতা অন্যকে না বলা ভাল। কোনও আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে করুন। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা আসতে পারে।
কুম্ভ রাশি- পড়াশোনা নিয়ে প্রথমে একটু চিন্তা পরে, কেটে যাবে। ব্যবসায় বা কর্মে আজ বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। আপনার মিষ্টি ব্যবহারে শত্রু পক্ষের মন জয়। অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন।
মীন রাশি- স্ত্রীর কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি। অনেক দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আজ সার্থক হতে পারে। বুদ্ধি খুব স্থির রেখে কাজ করুন। একটু সংযমী হওয়ার দরকার। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে।