এক্সপ্লোর

AGC 2024: অ্যানালিটিক্স গ্লোবাল কনফারেন্স ২০২৪: শিক্ষা ও শিল্পের মিলনমেলা কলকাতায়

AGC 2024 NSHM Kolkata: অ্যানালিটিক্স গ্লোবাল কনফারেন্স ২০২৪ দুর্দান্তভাবে সফল, কী বলছেন অধ্যাপক ও ইনচার্জ ?

কলকাতা: এনএসএইচএম নলেজ ক্যাম্পাস কলকাতা (NSHM Knowledge Campus Kolkata) এর সাথে এই যৌথ উদ্যোগের ফলে কলকাতা চ্যাপ্টার-এর প্রতিষ্ঠা হয়, যার ফলে শিক্ষার্থী এবং পেশাদারদের জন্য গাইডেড অ্যানালিটিক্স লার্নিং, ওয়েবিনার, মাস্টারক্লাস, ওয়ার্কশপ এবং সার্টিফিকেশন প্রদানের সকল সুবিধা এখন থেকে প্রাপ্ত হবে (Analytics Global Conference 2024) । এনএসএইচএম ইনস্টিটিউট অফ কম্পিউটিং অ্যান্ড অ্যানালিটিক্স (এনআইসিএ) দ্বারা স্থাপিত এএসআই কলকাতা চ্যাপ্টারটি ৬ এবং ৭ মার্চ দ্বিতীয় অ্যানালিটিক্স গ্লোবাল কনফারেন্স (এজিসি) ২০২৪ আয়োজিত করেছিল। যার মূল উদ্দেশ্য শিক্ষা, গবেষণা এবং অ্যানালিটিক্সের প্রয়োগের জন্য শিল্প ও অ্যাকাডেমিকের সহযোগিতায় সুবিধা প্রদান করা।কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইস্তেশানন্দ (সন্দীপন মহারাজ), আইআইএম আহমেদাবাদের অধ্যাপক ইন্দ্রনীল বোস, ইন্তুয়েরি কনসাল্টিং এলএলপির সিনিয়র পার্টনার অম্বরীশ দাশগুপ্ত, এনএসএইচএম নলেজ ক্যাম্পাসের চিফ মেন্টর সিসিল অ্যান্টনি এবং এনএসএইচএম নলেজ ক্যাম্পাসের ডিরেক্টর ডঃ কৃষ্ণেন্দু সরকার। পদ্মশ্রী অধ্যাপক বিমল রায়, স্বামী বেদাতিতানন্দ এবং ডঃ কমল দাস প্রমুখ বিশিষ্ট বক্তারা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে মূল্যবান মতামত জ্ঞাপন করেন। যেমন স্ট্যাটিস্টিকাল লার্নিং বনাম মেশিন লার্নিং, প্রযুক্তিগত পরিবর্তনকে গ্রহণ করার প্রয়োজনীয়তা এবং সামাজিক অগ্রগতির জন্য দেশ-নির্দিষ্ট গবেষণার তাৎপর্য ইত্যাদি।এজিসি সম্মেলনে শিক্ষার্থীরা আইএসআই, আইআইএফটি, টি সি জি সি আর ই এস টি , ইসরো এবং আরও অনেক সংস্থার বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ পায়  এবং গুরুত্বপূর্ণ বিষয় যেমন স্থিতিশীল নগরোন্নয়ন , এআই দ্বারা দুর্যোগ ব্যবস্থাপনা, লার্জ স্কেল এআই সহ সুরক্ষা দ্বিধা, স্পেস ডেটা অ্যানালিটিক্স,  এআইয়ের জন্য কোয়ান্টাম ও ৫ জি এবং জেনারেটিভ এআই সহ প্রাসঙ্গিক বিষয়গুলিতে আলোচনা করে ।  

কৃতী স্কলারেরা ২৮টি-এর বেশি উল্লেখযোগ্য গবেষণাপত্র উপস্থাপন করেন , যার মধ্যে কিছু গবেষণাপত্র বিশিষ্ট প্রকাশনের মাধ্যমে শীঘ্রই মুক্তি পাবে যেমন সি সি আই এস (স্প্রিঙ্গার) যা ইতিমধ্যেই স্কোপাস, সীমানগো ডি বি এল পি, যে এস টি ইত্যাদি দ্বারা স্বীকৃত |এনএসএইচএম ইনস্টিটিউট অফ কম্পিউটিং অ্যান্ড অ্যানালিটিক্সের (এনআইসিএ) অধ্যাপক ও ইনচার্জ ডঃ সুপর্ণা ধর বলেন, 'আমরা বিশ্লেষণের বিষয়ে ধারণা বিনিময়ের জন্য একটি ফোরাম তৈরি করতে চেয়েছিলাম এবং ভারতে এর ভবিষ্যত গঠনে সহায়তা করতে চেয়েছিলাম। 'এনএসএইচএম একটি আধুনিক শিক্ষাগত অভিজ্ঞতা প্রদান করতে চায় । যা শিক্ষার্থীদের বিশ্বব্যাপী বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি সরবরাহ করবে। তাঁদের কম্পিউটার বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অত্যাধুনিক গবেষণা এবং উদীয়মান ট্রেন্ডগুলির দিকে ঠেলে দেবে। ইনস্টিটিউটের এডাব্লুএস, ন্যাসকম ফিউচার স্কিলস প্রাইম এবং লিংকন ইউনিভার্সিটি মালয়েশিয়ার সহযোগিতায় বিকশিত চাহিদা মেটাতে উন্নত পরিকাঠামো  এবং কাস্টমাইজড একাডেমিক সহায়তা রয়েছে। 

এনএসএইচএম ইনস্টিটিউট অফ কম্পিউটিং অ্যান্ড অ্যানালিটিক্স বিভিন্ন শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্সে একাধিক স্নাতক এবং স্নাতক প্রোগ্রাম- এর ব্যবস্থা করেছে । এই অত্যাধুনিক কোর্সগুলি শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ডেটা ওয়্যারহাউজিং এবং মাইনিং, ই-কমার্স এবং আরও উন্নত  ডিজিটাল প্রযুক্তির সম্বন্ধে  জানতে ও পড়াশোনা করতে সাহায্য করবে ।  তার সঙ্গে, বিশেষজ্ঞ শিক্ষক ও গাইডদের টিম ছাত্র-ছাত্রীদের সাহায্য করবে। তাদের সফল ভবিষ্যৎ নির্মাণে ও সঠিক কেরিয়ার চয়নেও সাহায্য করবে ।

আরও পড়ুন, খাস কলকাতাতেই এবার কোটার মত NEET-JEE র আবাসিক কোচিং

এনএসএইচএম নলেজ ক্যাম্পাসের চিফ মেন্টর মিঃ সিসিল অ্যান্টনি এই ক্ষেত্রে পরীক্ষামূলক শিক্ষার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, "ইনস্টিটিউটের উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি এবং ব্যবহারিক জ্ঞান নিশ্চিত করে যে, আমাদের শিক্ষার্থীরা কর্পোরেট বিশ্বের চাহিদার জন্য ভালভাবে প্রস্তুত হতে এবং বাস্তব বিশ্বের পরিস্থিতিতে কার্যকরভাবে তাদের দক্ষতা এবং জ্ঞান প্রয়োগ করতে পারে।

(ডিসক্লেমার: এই নিবন্ধটি একটি ফিচার্ড প্রতিবেদন। ABP অথবা ABP LIVE এখানে প্রকাশিত মতামতকে সমর্থন/সাবস্ক্রাইব করে না। উল্লিখিত অনুচ্ছেদে বর্ণিত সব কিছুর জন্য অথবা উল্লিখিত নিবন্ধে বর্ণিত/নির্দিষ্ট ভাবনা, মতামত, ঘোষণা, ডিক্লেয়ারেশন, যাচাইকরণ ইত্যাদির জন্য আমরা ABP Live বা  ABP Network কোনওভাবেই দায়ী থাকব না। সেই অনুসারে পাঠকদের কোনও বিষয়ে বিবেচনা বা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও দেখুন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bangladesh News Update: জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
West Bengal News Live:  বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের
বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের
Vaishali Dalmiya: মাঝরাতে হঠাৎ কেঁপে উঠল বাড়ি, বাগানে পড়ে ডেলা ডেলা আগুন! হামলার অভিযোগ BJP নেত্রী বৈশালী ডালমিয়ার
মাঝরাতে হঠাৎ কেঁপে উঠল বাড়ি, বাগানে পড়ে ডেলা ডেলা আগুন! হামলার অভিযোগ BJP নেত্রী বৈশালী ডালমিয়ার
Salman Khan: বহু ঝড়ঝাপটা গিয়েছে, অবশেষে কি প্রেমের স্বীকৃতি পেলেন সলমন? প্রেমিকার পোস্ট ঘিরে জল্পনা
বহু ঝড়ঝাপটা গিয়েছে, অবশেষে কি প্রেমের স্বীকৃতি পেলেন সলমন? প্রেমিকার পোস্ট ঘিরে জল্পনা
Bangladesh News : শহরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত করে ফেরত পাঠানো হোক, দাবি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের
শহরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শনাক্ত করে ফেরত পাঠানো হোক, দাবি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের
Syria Crisis: সিরিয়ায় আসাদ সরকারের পতন, প্রাণ বাঁচাতে ছাড়লেন দেশ, দামাস্কাসের দখল নিতে এগোচ্ছে বিদ্রোহীরা
সিরিয়ায় আসাদ সরকারের পতন, প্রাণ বাঁচাতে ছাড়লেন দেশ, দামাস্কাসের দখল নিতে এগোচ্ছে বিদ্রোহীরা
RBI Gold Buying: টন টন সোনা কিনছে RBI, ১০ মাসে কত সোনা এল ভারতের ভাণ্ডারে ?
টন টন সোনা কিনছে RBI, ১০ মাসে কত সোনা এল ভারতের ভাণ্ডারে ?
Jalpaiguri News : বিদ্বেষের আবহেই জলপাইগুড়িতে ইন্দো-বাংলাদেশ সীমান্তে চলল গুলি, লুটিয়ে পড়ল পাচারকারী
বিদ্বেষের আবহেই জলপাইগুড়িতে ইন্দো-বাংলাদেশ সীমান্তে চলল গুলি, লুটিয়ে পড়ল পাচারকারী
Embed widget